দোল-হোলির আনন্দে মধ্যেই বিষাদ। খড়দহে তৃণমূল ছাত্র পরিষদে কর্মীকে কুপিয়ে খুন। অভিযোগ, দোল খেলা নিয়ে সংঘর্ষ বাধে। আকাশ চৌধুরী (Akash Chowdhury) নামে ওই TMCP কর্মীকে ১৩ নম্বর ওয়ার্ডে জয়শ্রী কেমিক্যাল এলাকায় নিয়ে গিয়ে কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে (Akash Chowdhury) আর জি কর মেডিক্যাল কলেজে (R G Kar Madical College And Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় পবন রাজভড় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ এলাকায় তিনি দুষ্কৃতী বলে পরিচিত পবন। কিছুদিন আগেই সাজা খেটে জেল থেকে বেরিয়েছেন।
অভিযোগ এই পবন এর সঙ্গে গত ৩১ ডিসেম্বর রাতেও গোলমাল হয়েছিল আকাশের সেই ঘটনায় কিছুদিন জেলে থেকে আপাতত জামিনে মুক্ত পবন। এদিন দুপুর আড়াইটে নাগাদ জয়শ্রী কেমিক্যালসের সামনে পবন, কানাই- এরা গিয়ে সামান্য কারণে গোলমাল বাধায় বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। এরপর এই আকাশকে ঘিরে ধরে এলোপাথাড়ি কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে আরজি করে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানিয়ে দেন, আগেই মৃত্যু হয়েছে যুবকের। ২৪ বছরের আকাশ ব্যারাকপুর মহাদেবানন্দ কলেজের ছাত্র ছিলেন। হাবড়ার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ সিঙ্গার জানান, ওই যুবক তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ছিলেন। তিনি বলেন, ‘‘যে ওকে মেরেছে, সে ক্রিমিনাল। পুরনো একটি গন্ডগোল ছিল বলে শুনেছি। পুলিশ তদন্ত করে দেখুক।’’
আরও পড়ুন-নন্দীগ্রাম দিবসে শহিদদের শ্রদ্ধা অভিষেকের
মৃতের পরিবারের অভিযোগ, মোট তিন জন এই খুনের সঙ্গে জড়িত। ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন। জানান, ”খড়দহ পুরসভা এলাকার ১৩ নং ওয়ার্ডে একটা ঝামেলা হয়েছে। দু-তিনজন মিলে একজনকে কুপিয়েছে। পুলিশ সঙ্গে সঙ্গে এখানে আসে। আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে বাঁচানো যায়নি। ঘটনাস্থল থেকে একজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তদন্ত শুরু করেছি। কীভাবে কী ঘটল, দেখতে হবে।” পুলিশ সূত্রে খবর, পবন রাজভড়, রাজ তিওয়ারি ও কানাই তিওয়ারি- এই তিনজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে।