আরারিয়ার ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই বিহার পুলিশের আরও এক এএসআই খুন

তবে পুলিশকে রক্ষিতের এক বন্ধু জানিয়েছেন, মৃত তরুণীর নাম 'নিকিতা' ভেবেছিলেন অভিযুক্ত। ঘটনার আকস্মিকতায় সেই নাম নেন তবে এই যুক্তি মোটেও সত্যি নয়।

Must read

নীতীশের রাজ্যে সুরক্ষিত নয় খোদ পুলিশ প্রশাসন। দুষ্কৃতী ধরতে গিয়ে বৃহস্পতিবার বিহারে গ্রামবাসীদের হামলায় এক এএসআই (ASI) এর মৃত্যু হয়। এই ঘটনার ঠিক ৪৮ ঘণ্টার মধ্যেই বিহার পুলিশের আরও এক এএসআইকে খুনের অভিযোগ উঠল। জানা গিয়েছে মৃতের নাম সন্তোষ কুমার। শুক্রবার রাত পৌনে ৮টা নাগাদ পুলিশের কাছে খবর আসে আইটিসি নন্দলালপুরে দুই পরিবারের মধ্যে মারামারি হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন এএসআই সন্তোষ কুমার। সঙ্গে ছিল পুরো টিম।

আরও পড়ুন-খেলত ফাগু বৃন্দাবন-চান্দ ঋতুপতি মনমথ মনমথ ছান্দ

সেখানে গিয়ে দু’পক্ষের ঝামেলা মেটানোর চেষ্টা করেন এএসআই। হঠাৎ এক পক্ষ এএসআইকে ধারালো অস্ত্র নিয়ে কোপ মারে। আচমকা আঘাত হওয়ায় মাটিতে লুটিয়ে পড়েন সন্তোষ। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। মাথার আঘাত গুরুতর হওয়ায় তাঁকে পাটনাতে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন-মোদিরাজ্যে খুনির স্বৈরাচার, নিয়ন্ত্রণহীন গাড়ির ধাক্কায় মৃত ১, আহত ৬

ঘটনায় পরেই মাঠে নামে বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে দু’জনকে। বৃহস্পতিবার আরারিয়ার এক এএসআই রাজীব কুমারকে পিটিয়ে খুন করা নিয়ে রাজ্য জুড়ে শুরু হয় তোলপাড়। এক দুষ্কৃতীকে ধরতে গিয়েছিলেন রাজীব এবং তাঁর দল। সাফল্যও পান তারা। দুষ্কৃতীকে ধরেও ফেলেন তিনি। তবে তারপরেই সেখানে গ্রামবাসীদের হামলায় মৃত্যু হয় তাঁর। ৪৮ ঘণ্টার ব্যবধানে দু-দু’জন এএসআই খুনের ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে বিহারের পুলিশমহলে।

Latest article