তৃণমূল কংগ্রেসের চাপে মুখরক্ষার চেষ্টা, আধার-ভোটার কার্ড ইস্যুতে মঙ্গলে বৈঠক ডাকল কমিশন

শীর্ষ আদালতের নির্দেশ মেনে এখনও বিষয়টিকে ‘ঐচ্ছিক’ পর্যায়ে রাখা হয়েছে৷ এবার বৈঠকে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ নিয়ে আলোচনা হবে।

Must read

প্রতিবেদন : ডুপ্লিকেট এপিক কার্ড ইস্যুতে তৃণমূল কংগ্রেসের চাপের কাছে নতিস্বীকার করতে বাধ্য হল জাতীয় নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রবল চাপের মুখে পড়ে কমিশন আগামী ১৮ মার্চ মঙ্গলবার জরুরি বৈঠক ডাকল। একইসঙ্গে এবার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের পরিকল্পনাও শুরু করল জাতীয় নির্বাচন কমিশন৷

আরও পড়ুন-বাংলার ১৬ গুণ স্কুলছুট যোগীরাজ্যে

মঙ্গলবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই মর্মে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, আধার কর্তৃপক্ষ ইউআইএডিএআই-র সিইও, আইন সচিব ও সংসদ বিষয়ক মন্ত্রকের সচিবের সঙ্গে৷ ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে দেশের নির্বাচন পরিকাঠামোকে আরও মজবুত করার লক্ষ্যে সব রাজনৈতিক দলের অভিমত জানতে চেয়েছে কমিশন৷ ৩০ এপ্রিলের মধ্যে সেই মতামত জানানোর অনুরোধ করা হয়েছে৷
রাজনৈতিক দলগুলির সুপ্রিমোদের সঙ্গে আলাদা করে বৈঠকে বসার কথাও জানিয়েছে নির্বাচন কমিশন৷ তৃণমূল কংগ্রেসের অনড় অবস্থানের কাছে নতি স্বীকার করেই কমিশন পদক্ষেপ করতে শুরু করল। ভুতুড়ে ভোটার ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যে কোনওভাবেই পিছু হটবে না, সে-কথা জানিয়ে গত সপ্তাহেই দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল৷ সারা দেশে মোট কত ডুপ্লিকেট এপিক কার্ড ইস্যু হয়েছে সেই সংখ্যা জানাতে দাবি তোলে তৃণমূল৷ তিন মাসের মধ্যে এই সমস্যা কীভাবে নির্বাচন কমিশন দূর করবে, তাও জানানোর অনুরোধ করা হয়৷ ডুপ্লিকেট এপিক ইস্যুতে সংসদে বিস্তারিত আলোচনার দাবিও তুলেছে তৃণমূল৷ তাদের সমর্থন জানিয়ে এগিয়ে এসেছে কংগ্রেস, সপা, আরজেডি, আম আদমি পার্টি, বিজেডি-সহ অন্যান্য বিরোধী দলগুলি৷ এই আবহেই চূড়ান্ত ভাবে ব্যাকফুটে থেকে নির্বাচন কমিশন। তড়িঘড়ি তড়িঘড়ি বৈঠক দেখে নির্বাচন কমিশন মুখরক্ষা করতে চাইছে। ২০২১ সালে জনপ্রতিনিধিত্ব আইন সংশোধন করে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিকরণের কাজ শুরু করেছে কেন্দ্রীয় সরকার৷ শীর্ষ আদালতের নির্দেশ মেনে এখনও বিষয়টিকে ‘ঐচ্ছিক’ পর্যায়ে রাখা হয়েছে৷ এবার বৈঠকে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ নিয়ে আলোচনা হবে।
শনিবার এই ইস্যুতেই জাতীয় নির্বাচন কমিশনকে ফের নিশানা করেছে তৃণমূল শিবির৷ এই প্রসঙ্গে দলের অবস্থান ব্যাখ্যা করে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার ডেপুটি লিডার সাগরিকা ঘোষ বলেন, এই সব পদক্ষেপ করে আসলে নির্বাচন কমিশন নিজেদের মুখ বাঁচানোর চেষ্টা করছে৷ এই কারণেই প্রথমে তিনটি বিবৃতি জারি করা হয়েছে, তারপরে এখন এই বৈঠকের কথা জানানো হচ্ছে৷ আমরা কমিশনের উপরে শ্যেন দৃষ্টি বজায় রাখছি৷

Latest article