সুনীতা-বুচদের ফেরাতে পাড়ি দিল ফ্যালকন-৯

স্পেসক্র্যাফ্ট সফলভাবে উৎক্ষেপণ করার পর নাসা জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে দ্রুতই পৃথিবীর মাটিতে ফিরতে চলেছেন দুই নভোচর।

Must read

প্রতিবেদন : মহাকাশ স্টেশনে দীর্ঘ ৯ মাস ধরে আটকে রয়েছেন দুই নভশ্চর সুনীতা উইলিয়ামস (Sunita Williams) ও বুচ উইলমোর। বহু বাধা-বিঘ্ন কাটিয়ে অবশেষে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনতে মহাকাশে রওনা দিল স্পেসএক্স-এর রকেট। নাসা ও এলন মাস্কের সংস্থার যৌথ উদ্যোগে ক্রিউ ১০-এর উৎক্ষেপণ হল শনিবার ভারতীয় সময় ভোর ৪টে ৩৩ মিনিটে। আমেরিকায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে আন্তর্জাতিক স্টেশনের উদ্দেশে পাড়ি দিল ফ্যালকন ৯ রকেট।

আরও পড়ুন-১৬ এপ্রিল থেকে সর্বস্তরের অভিযান, বাড়ি বাড়ি গিয়ে চোখে দেখে সমীক্ষা, সন্দেহ হলেই বাতিলের সুপারিশ করুন

স্পেসক্র্যাফ্ট সফলভাবে উৎক্ষেপণ করার পর নাসা জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে দ্রুতই পৃথিবীর মাটিতে ফিরতে চলেছেন দুই নভোচর। বৃহস্পতিবার এই যানের হাইড্রলিক সিস্টেমে কিছু সমস্যা দেখা দিয়েছিল। সেই কারণে অভিযানের সময় পিছিয়ে যায়। অবশেষে তা মহাকাশে পাড়ি দিতে সফল হয়। ক্রিউ-১০ অভিযানে মহাকাশে গেলেন নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ।

Latest article