অবৈধ বালিপাচার রুখতে অভিযানে নেমে লক্ষ টাকা আদায় করলেন বিএলএলআরও

প্রশাসনের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে চলছিল বালিপাচার। ধাওয়া করে ডাম্পারটিকে ধরা হয়। ১ লক্ষ টাকা জরিমানাও আদায় করা হয়েছে।’

Must read

সংবাদদাতা, খড়্গপুর: অবৈধ বালিপাচারের (Sand smuggling) বিরুদ্ধে অভিযান চালাতে মাঠে নামলেন খড়্গপুর ১ ব্লকের বিএলএলআরও। ধাওয়া করে বালি বোঝাই ডাম্পার আটক করলেন বিএলএলআরও দেবনাথ পাত্র। বৈধ কাগজপত্র না থাকায় পশ্চিমবঙ্গ সরকারের মাইনর মিনারেলস ২০১৬ আইন অনুসারে সর্বোচ্চ ১ লক্ষ টাকা জরিমানা করলেন তিনি। গোপন সূত্রে প্রশাসন জানতে পারে, অবৈধ বালি বোঝাই করে খড়্গপুরের চৌরঙ্গির উপর দিয়ে একটি ডাম্পার যেতে পারে। আধিকারিকদের সঙ্গে নিয়ে সকাল থেকেই খড়্গপুরের বিভিন্ন রাস্তায় নজরদারি শুরু করেন বিএলএলআরও। চৌরঙ্গির ওটি রোডে ওই ডাম্পারটিকে দেখামাত্রই গাড়ি নিয়ে ধাওয়া করেন তিনি। পাশাপাশি খবর দেওয়া হয় খড়্গপুর টাউন থানায়।

আরও পড়ুন-সুনীতা-বুচদের ফেরাতে পাড়ি দিল ফ্যালকন-৯

অবশেষে খড়্গপুরের পুরাতন বাজার স্টেশন রোডে বালিবোঝাই ডাম্পারটিকে আটক করেন বিএলএলআরও। ডাম্পারের চালক প্রয়োজনীয় কাগজপত্র, ক্যারিয়িঙ অর্ডার বা সিও দেখাতে পারেনি। পুলিশ জানতে পেরেছে, বাজেয়াপ্ত ডাম্পারের মালিক পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। বিএলআরও দেবনাথ পাত্র বলেন, ‘অবৈধভাবে বালি উত্তোলনে কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে প্রশাসনের তরফে। প্রশাসনের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে চলছিল বালিপাচার। ধাওয়া করে ডাম্পারটিকে ধরা হয়। ১ লক্ষ টাকা জরিমানাও আদায় করা হয়েছে।’

Latest article