সংবাদদাতা, ঘাটাল: বারবার দাবি জানিয়েও কেন্দ্রের কাছে উপেক্ষিত হয়েছে ঘাটাল (Ghatal) মাস্টার প্ল্যান। এবার লোকসভা ভোটের আগে তিনবারের নির্বাচিত সাংসদ দেব ওরফে দীপক অধিকারী কথা দিয়েছিলেন, ভোটে জিতে তিনি বাস্তবায়িত করবেন ঘাটাল মাস্টার প্ল্যান। যে মাস্টার প্ল্যানটি এবার রাজ্য সরকারের টাকায় কার্যকরী হওয়ার অপেক্ষায় রয়েছেন ঘাটালের মানুষজন।
আরও পড়ুন-অবৈধ বালিপাচার রুখতে অভিযানে নেমে লক্ষ টাকা আদায় করলেন বিএলএলআরও
বলা বাহুল্য, এটি বাস্তবায়িত হলে আদতে উপকৃত হবেন ঘাটাল, দাসপুরের একাধিক এলাকার মানুষ। বন্যায় প্রতি বছর যে দুর্বিষহ পরিস্থিতি সৃষ্টি হয়, তার হাত থেকে বাঁচবেন তাঁরা। সাংসদ হিসেবে নির্বাচিত হয়ে ঘাটালে এই বহুপ্রতীক্ষিত মাস্টার প্ল্যানটির বাস্তবায়নে তদবির করেছেন এলাকার নবনির্বাচিত জনপ্রতিনিধি দেব। রাজ্য সরকারের আর্থিক বরাদ্দের পরে সেই মাস্টার প্ল্যানের কাজ ধাপে ধাপে এগিয়ে চলেছে। ফলে অবশেষে সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। শিগগিরই বেশ কিছু কাজ শুরু হবে। এর জন্য আশায় বুক বাঁধছেন এলাকার মানুষ। প্রতি বছর ভয়াবহ বন্যার সম্মুখীন হতে হয় এলাকার সাধারণ মানুষকে। অবশেষে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করতে দাসপুরে তৈরি হতে চলেছে পাঁচটি পাকা সেতু। এই খবরে খুশি এলাকার মানুষজন। বন্যা এলেই বিভিন্ন নদী বা খালের উপরে থাকা অস্থায়ী বাঁশের সাঁকো ভেঙে যায়। যার ফলে দু’পারের মানুষের যাতায়াত কার্যত বন্ধ হয়ে যায়। একদিকের পাড়ে থাকা স্কুল, কলেজ, পঞ্চায়েত অফিস থেকে হাসপাতালে স্বাভাবিকভাবে যাতায়াত বন্ধ হয়ে যায় বেশ কয়েকমাস। ঘুরপথে আসতে হয় নিত্যকাজের জন্য। তবে এবার সকলের জন্য খুশির খবর, দ্রুত বাস্তবায়িত হতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হতে চলেছে এলাকার সাংসদ দেবের সক্রিয় উদ্যোগে।