সংবাদদাতা, সুন্দরবন : দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালি চিড়িয়াখানায় দুটি বাঘ রাখা হয়েছিল। ২০১২ সালে এই ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধনে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর করে এই বাঘ দুটির নাম রেখেছিলেন সোহান এবং সোহানি। একটি পুরুষ বাঘ এবং অন্যটি বাঘিনি। দু’জনের মধ্যে আগেই প্রাণ হারিয়েছিল ‘সোহানি’।
আরও পড়ুন-২১৪ পণবন্দি নিহত, পাকিস্তান সেনার দাবি উড়িয়ে জানিয়ে দিল বালুচিস্তানের বিদ্রোহীরা
শনিবার মৃত্যু হল পূর্ণবয়স্ক বাঘ সোহান-এরও। বয়সজনিত কারণেই বাঘটি মারা গিয়েছে বলে বন দফতর জানিয়েছে। মৃত্যুকালে সোহাগ-এর বয়স হয়েছিল ২২ বছর। ময়নাতদন্তের পর বাঘটির শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বন দফতর। প্রসঙ্গত, ২০০৯ সালে বারবার সাতজেলিয়ার লোকালয়ে ঢুকে পড়ছিল সোহান। সেইসময় বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ে সে। প্রথমে তাকে রাখা হয়েছিল আলিপুর চিড়িয়াখানায়। পরবর্তীতে সোহানকে নিয়ে আসা হয় ঝড়খালির ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে।