কাল ফুরফুরায় ইফতারে মুখ্যমন্ত্রী

ইফতারের অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগামী সোমবার ফুরফুরা শরিফে যাচ্ছেন।

Must read

প্রতিবেদন : ইফতারের অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগামী সোমবার ফুরফুরা শরিফে যাচ্ছেন। উন্নয়ন প্রসঙ্গে স্থানীয় বিধায়ক তথা ফুরফুরা শরিফের পিরজাদা নওশাদ সিদ্দিকির সঙ্গে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বৈঠক হয়। তারপর মুখ্যমন্ত্রী যাচ্ছেন ফুরফুরা সফরে। রমজান মাস উপলক্ষে ফুরফুরা শরিফে সরকারি উদ্যোগে ইফতার সমাবেশের আয়োজন করা হয়।

আরও পড়ুন-হরমনের ব্যাটে চ্যাম্পিয়ন মুম্বই

মুখ্যমন্ত্রীর সেখানে যোগ দেওয়ার কথা। পাশাপাশি এই সফরে পিরজাদা ত্বহা সিদ্দিকির সঙ্গেও তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে এখন থেকেই ফুরফুরা শরিফকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। প্রস্তুতি খতিয়ে দেখতে জেলা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশের শীর্ষ কর্তারাও সেখানে উপস্থিত হয়েছেন। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই নিয়ে তিনবার ফুরফুরায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

Latest article