‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (Poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-ফের বালুচ বিদ্রোহীদের গ্রেনেড হামলায় নিহত ৯০ পাক সেনা
ভয় পেয়ো না
ভয় পেয়ো না মা
ভয় পেয়ো না মা
তোমরা করেছো জয়!
বন্দুক গর্জনকে স্তব্ধ করে
ভেঙেছো মৃত্যুভয়।।
ঈশান কোণে ওগো অভিমানিনী
হে মোর ধরণী
চাঁদিনী যামিনী
অরণ্যের ছায়ায়
তুমি তো গরবিনী।।
চোখের তৃষ্ণা, অন্তরের চেতনা
জয় করেছো সব ব্যথা-বেদনা
তোমরাই তো আসল মানুষ
ভয় পেয়ো না মা
তোমাদের কেউ ভুলবে না।।
মুখ আর মুখোশকে
বাজেয়াপ্ত করে
সত্য দেখালে পথ
তোমরাই তো জন্মদাত্রী
দেশের ভবিষ্যৎ।।
জন্মভূমির জননী মোদের
ধন্য মোদের মা
তোমাদের ছাড়া মুক্তি আসে না
তুমি তো মোদের মা
তুমি মাতা, তুমি কন্যা।।
তোমরাই গড়বে শান্তি সকাল
দুপুরে আনবে স্বস্তি
ধানের খেতে পড়ন্ত বেলায়
আনবে তোমরা মুক্তি
ভয় পেয়ো না ধরিত্রী।।
ভয় পেয়ো না মা
ভীরু ভয়, ভয় হয় না
ভয়ে ভয়ে মরা জীবন যন্ত্রণা
ভয় জীবনের ক্ষয়
ভয়কে করো গো জয়।।