কিষাণ খেতমজুর সংগঠনের সম্মেলন, ২৬-র লক্ষ্যে একাধিক কর্মসূচি

এদিন এই সম্মেলনের মঞ্চ থেকে রাজ্য ও জেলা নেতৃত্ব সামনের বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির কথা আলোচনা করেন।

Must read

সংবাদদাতা,আলিপুরদুয়ার : সামনের বছর ২০২৬-এ অনুষ্ঠিত হতে চলেছে এই রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে দলের সমস্ত শাখা সংগঠন নিজেদের আগের চেয়ে শক্তিশালী করতে একের পর এক কর্মসূচি হাতে নিচ্ছে। এই সূত্র ধরেই আলিপুরদুয়ার জেলা কিষাণ খেতমজুর তৃণমূল কংগ্রেসের ১১তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল আলিপুরদুয়ার জেলার ফালাকাটায়। এদিন এই সম্মেলনের মঞ্চ থেকে রাজ্য ও জেলা নেতৃত্ব সামনের বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির কথা আলোচনা করেন।

আরও পড়ুন-মিথ্যাবাদী বিজেপি, সুইসাইড নোট লিখে আত্মঘাতী কৃষক

রবিবার ফালাকাটা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় ওই জেলা সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু ও তৃণমূলের রাজ্য সভার সাংসদ দোলা সেন। ছিলেন জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্য সভার সাংসদ প্রকাশ চিক বড়াইক। এছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এক হাজার প্রতিনিধি আজকের এই সম্মেলনে অংশগ্রহণ করেন। রাজ্য নেতৃত্বের পাশাপাশি সংগঠনের জেলা সভাপতি প্রসেনজিৎ রায় ও ফালাকাটা ব্লকের সাংগঠনিক সভাপতি সুনীল রায়ও মঞ্চে উপস্থিত ছিলেন। এদিন মঞ্চে নিজের ব্যক্তব্যে পূর্ণেন্দু বসু বলেন, দলের ভালমন্দ সব কিছুই ঠিক করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ পালন করাটাই আমাদের কাজ। নেত্রী যেভাবে ভুতুড়ে ভোটার চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন, আমাদের সেই পথেই এগোতে হবে। পূর্ণেন্দু বসুর পাশাপাশি দোলা সেনও একই বিষয়ের ওপর জোর দিতে সংগঠনের সদস্যদের আহ্বান জানান।

Latest article