রাজনৈতিক জীবনে কঠিন পরিস্থিতি জননেত্রীর পরামর্শের প্রতীক্ষায় কেজরি

তাত্‍পর্যপূর্ণ হল, এর আগেও বহুবার রাজনৈতিক শলাপরামর্শ করার জন্য ‘দিদি’ মমতার দ্বারস্থ হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল৷

Must read

প্রতিবেদন: রাজনীতিতে পূর্ণচ্ছেদ বলে কিছুই হয় না- জানেন পোড় খাওয়া সব রাজনীতিকরা৷ আজ সিঁড়ি দিয়ে উপরে উঠলে কালের নিয়মে একদিন নিচে নামতেই হবে- এটাও তাদের অজানা নয়৷ এর পরেও রাজনৈতিক ক্ষমতার বৃত্ত থেকে দূরে থাকা অনেকের পক্ষেই অস্তিত্ব সংকট ডেকে আনতে পারে৷ ঠিক এই ঘটনাই ঘটছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে৷ একযুগের বেশি সময় ধরে দিল্লির মুখ্যমন্ত্রী পদে থাকা অরবিন্দ কেজরিওয়াল এখন বাস্তবিকই ‘আম নাগরিক’৷ কোনও সাংবিধানিক পদ নেই তাঁর, বিধানসভা ভোটে হারার পরে জনপ্রতিনিধিও তিনি নন৷ এমনকি পাঞ্জাবে আপ সরকারের অবস্থা তেমন ভালো নয়। এই পরিস্থিতিতে নিজের রাজনৈতিক ভবিষ্যতের দিশা নির্দেশের জন্য এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে পরামর্শ নিতে পারেন অরবিন্দ কেজরিওয়াল, এমনই দাবি আম আদমি পার্টি সূত্রের৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফর থেকে ফিরলে এপ্রিল মাসেই কলকাতায় গিয়ে তাঁর সঙ্গে একান্ত বৈঠক করতে পারেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ এই বৈঠকেই ‘শ্রদ্ধেয়া দিদি’-র থেকে ‘ভাই’ কেজরিওয়াল নিতে পারেন প্রয়োজনীয় পরামর্শ, দাবি সূত্রের৷

আরও পড়ুন-হাউথি ঘাঁটিতে হানা আমেরিকার, নিহত ৩১

তাত্‍পর্যপূর্ণ হল, এর আগেও বহুবার রাজনৈতিক শলাপরামর্শ করার জন্য ‘দিদি’ মমতার দ্বারস্থ হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল৷ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই দিল্লি সফরে গেছেন, তখনই তাঁর কাছে ছুটে গিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে শলাপরামর্শ করেছেন দিল্লির তত্‍কালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজে৷ বিগত প্রেক্ষাপটের সঙ্গে এবারের ছবির কিছুটা হলেও ফারাক দেখতে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷ এবার কেজরিওয়ালের পায়ের তলার মাটিটাই নেই৷ বাস্তবিকই অস্তিত্ব সংকটে ভুগছেন আপ সুপ্রিমো৷ এই পরিস্থিতিতে মরিয়া হয়ে নিজের রাজনৈতিক অস্তিত্ব টিঁকিয়ে রাখার জন্যই আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মত পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্বের শরণাপন্ন হওয়ার কথা ভাবতে বাধ্য হচ্ছেন কেজরিওয়াল, দাবি সূত্রের৷ কেজরির ভাবনার মূলে বেশ কয়েকটি ফ্যাক্টর কাজ করছে৷ প্রথমত: মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সুদীর্ঘ রাজনৈতিক জীবনে এমন বহু কঠিন অধ্যায় পেরিয়ে এসেছেন৷ তিনি জানেন কিভাবে কঠিন পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে আনতে হয়৷ দ্বিতীয়ত: বিজেপি বিরোধিতায় এই মুহূর্তে সারা দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও বিকল্প নেই৷ যে কোনও বড় গণআন্দোলনে তিনিই শেষ কথা৷ তৃতীয়ত: নিজের সুদীর্ঘ রাজনৈতিক জীবনে কোনওদিন কোনও কেলেঙ্কারি তৃণমূল সুপ্রিমোকে স্পর্শ করতে পারেনি৷ তাঁর সততা, নিষ্ঠা, রাজনৈতিক বুত্‍পত্তিকে সমীহ করতে বাধ্য হয়েছে প্রবল শক্তিধর প্রতিপক্ষও৷ এই অবস্থায় এপ্রিলে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের বৈঠক হলে কোথাকার জল কোথায় গড়ায় সেদিকে লক্ষ রাখবে গোটা দেশ৷

Latest article