প্রতিবেদন: বঞ্চনা থেকে মুক্তির পথ দেখাবে তৃণমূল। দীর্ঘ কয়েক বছর ধরে বিজেপি শাসিত অসমে (Assam) জনজাতির গোষ্ঠীগুলিকে অবহেলিত করে রাখা হয়েছে। সেই পরিস্থিতি থেকে মুক্তি দিতেই অসমে ভোটের ময়দানে তৃণমূল। উত্তরবঙ্গের একাধিক জনজাতির উন্নয়নে দিশা দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত বাংলার সরকার। এবার অসমের রাভা হাসং স্বশাসিত সংসদের নির্বাচনে অংশ নিয়ে বাংলার মত সেখানেও উন্নয়ন ছড়িয়ে দিতে বদ্ধপরিকর তৃণমূল।
আরও পড়ুন-রাজনৈতিক জীবনে কঠিন পরিস্থিতি জননেত্রীর পরামর্শের প্রতীক্ষায় কেজরি
অসমের রাভা জনজাতি অধ্যুষিত এলাকার উন্নয়নের জন্য রয়েছে পৃথক রাভা হাসং স্বশাসিত সংসদ। এই সংসদের নির্বাচিত কাউন্সিলর সংখ্যা ৩৬। রাভা হাসং যৌথ মঞ্চ এই সংসদ পরিচালনা করে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার জেরে। এবার সেই নির্বাচনে প্রাথমিক পর্যায়ে চার প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল। ৩৬ আসনের সংসদে বোঁদাপাড়ার প্রার্থী শ্যামল রাভা, উত্তর বনগাঁ-র প্রার্থী প্রতাপ সাহা, দক্ষিণ বনগাঁ-র প্রার্থী রূপকুমার বোরো এবং বামুনিগাঁওয়ের প্রার্থী হিসেবে পরশ দাসের নাম ঘোষণা করা হল। একদিকে বিজেপি জোট, অন্যদিকে কংগ্রেস। লড়াই হবে ত্রিমুখী। রীতিমতো উদ্দীপণা নিয়ে ভোটের লড়াইতে নেমে পড়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।