নরওয়ের সর্বোচ্চ গবেষণার সম্মান স্পিভাককে, অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী

Must read

নরওয়ের সর্বোচ্চ শিক্ষা-সমাজবিজ্ঞান-আইন-তাত্ত্বিক গবেষণার সম্মানে ভূষিত হলেন প্রবীণ বাঙালি সাহিত্যিক-দার্শনিক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক (Gayatri Chakravorty Spivak)। তাঁকে অভিনন্দন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে স্মরণ করিয়ে দিলেন দরিদ্র মানুষের সামগ্রিক উন্নয়নে তাঁর অবদানের কথা।

সোশ্যাল মিডিয়া পোস্টে অধ্যাপক গায়ত্রীর (Gayatri Chakravorty Spivak) উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী লেখেন, সর্বোচ্চ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করায় অভিনন্দন অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাককে। এ বছর তিনি নরওয়ের হলবার্ক পুরস্কার অর্জন করেছেন, যা অন্যতম সর্বোচ্চ মানের সামাজিক ও সমাজবিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া পুরস্কার হিসেবে গণ্য হয়। এই সর্বোচ্চ সম্মান লাভ করে তিনি আমাদের গর্বিত করেছেন।

আরও পড়ুন- অমৃতসরের মন্দিরে গ্রেনেড হামলা! এনকাউন্টারে নিকেশ আততায়ী

সেই সঙ্গে মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দেন, সাহিত্যের থিওরি ও দর্শনের ক্ষেত্রে অধ্যাপক স্পিভাকের অবদানের জন্য বহুল পরিচিত। কিন্তু আমি ওনার উপর মুগ্ধ বাংলার প্রত্যন্ত গ্রামীণ এলাকায় দরিদ্র মানুষের জন্য তাঁর দীর্ঘ ও সুদূরপ্রসারী স্বেচ্ছাশ্রমের জন্য। বাংলা সাহিত্যের সর্বকালের সেরা ধ্রুপদী সাহিত্যগুলিকে ইংরেজিতে অনুবাদ করার জন্য তিনি যে উদ্যোগ নিয়েছেন তা আমাদের সকলকে অনুপ্রাণিত করে। আমার উষ্ণ আন্তরিক অভিনন্দন এই স্বনামধন্য গবেষককে।

Latest article