এপিক দুর্নীতি নিয়ে সংসদে ফের প্রতিবাদ তৃণমূলের

সংসদীয় সূত্রের দাবি, এদিনই রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ মৌসম নূর এবং সুস্মিতা দেব মুলতুবি প্রস্তাব পেশ করে এপিক ইস্যু নিয়ে আলোচনার দাবি জানান৷

Must read

প্রতিবেদন: ডুপ্লিকেট এপিক কার্ডের ইস্যুতে সংসদে আলোচনা করতেই হবে, নিজেদের অবস্থানে অনড় তৃণমূল কংগ্রেস৷ হোলির ছুটির চারদিন পরে সোমবার থেকে ফের শুরু হয়েছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব৷ সংসদীয় সূত্রের দাবি, এদিনই রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ মৌসম নূর এবং সুস্মিতা দেব মুলতুবি প্রস্তাব পেশ করে এপিক ইস্যু নিয়ে আলোচনার দাবি জানান৷

আরও পড়ুন-ইডেনে নাইটদের প্রস্তুতি-ম্যাচ বাতিল বৃষ্টিতে, ক্যাপ্টেন্স ফটোশ্যুট হবে মুম্বইয়ে

তাদের সমর্থন করে একই ধরণের নোটিস জমা দেন কংগ্রেস, এনসিপি(শরদ), আরজেডি, শিবসেনা(উদ্ধব), আম আদমি পার্টি সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরাও৷ দেশের নির্বাচনী পরিকাঠামোয় স্বচ্ছতা আনার উদ্দেশ্যেই ডুপ্লিকেট এপিক কার্ড ইস্যু এবং ভুয়ো আধার কার্ড দিয়ে এপিক কার্ড সংগ্রহ করার মত বিষয় নিয়ে আলোচনা প্রয়োজন, দাবি জানান তাঁরা৷ রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবন্স এই নোটিস গুলিকে খারিজ করার পরেই প্রতিবাদে ফেটে পড়ে বিরোধী শিবির৷ নিজের নিজের আসনে দাঁড়িয়ে প্রতিবাদ জানানোর পরে সম্মিলিতভাবে রাজ্যসভা কক্ষ থেকে ওয়াক আউট করে বিরোধী শিবির৷ সূত্রের দাবি, মঙ্গলবারও একই ভাবে এপিক ইস্যুতে আলোচনার দাবি তুলে সংসদে সোচ্চার হবেন তৃণমূল সাংসদরা৷ রাজ্যসভার মত লোকসভাতেও এই দাবিতে মুলতুবি প্রস্তাবের নোটিস দিতে পারেন তৃণমূল সাংসদরা৷

Latest article