প্রতিবেদন: সোমবার রাজ্যসভায় এবং লোকসভায় কেন্দ্রকে তুলোধোনা করলেন তৃণমূলের দুই মহিলা সাংসদ সুস্মিতা দেব এবং জুন মালিয়া। রাজ্যসভায় মণিপুরের বাজেট নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তাঁর অভিযোগ, ডবল ইঞ্জিন সরকারের নামে মণিপুরবাসীকে বিভ্রান্ত করেছে বিজেপি। আর্থিক বিকাশ এবং উন্নয়নের স্বপ্ন দেখিয়ে ২০১৭ এবং ২০২২ সালে মণিপুরে ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু সেখানকার মানুষ বিনিময় কী পেয়েছেন? জ্বলন্ত মণিপুর।
আরও পড়ুন-এক দেশ-এক ভোট, বিরোধীদের সমালোচনার মুখে হরিশ সালভে
সোমবার মণিপুরের অ্যাপ্রোপিয়েশন বিল নিয়ে আলোচনায় অংশ নিয়ে সুস্মিতা দেব প্রশ্ন তোলেন, কন্টিনজেন্সি ফান্ডের নামে মাত্র ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল মণিপুরকে? আমরা যে বিশেষ প্যাকেজ দাবি করেছিলাম, তার কি হল? কন্টিনজেন্সি ফান্ড মানে তো, হঠাৎ জরুরি কোনও প্রয়োজনের জন্য। এই টাকায় মণিপুরের উন্নতি হবে? এদিকে লোকসভায় এদিন রেলের অব্যবস্থা নিয়ে রীতিমতো সুর চড়ান তৃণমূল সাংসদ জুন মালিয়া। কেন্দ্রের বিরুদ্ধে তাঁর অভিযোগ, রাজ্যের ১০১টি স্টেশনের আধুনিকীকরণ এবং ৩৭টি স্টেশনের পুনর্গঠন করা হবে বলে রেল ঘোষণা করলেও কাজের বিন্দুমাত্র অগ্রগতি চোখে পড়ছে না এই প্রসঙ্গে তিনি বিশেষভাবে উল্লেখ করেন মেদিনীপুর খড়গপুর এবং শালবনির কথা।