আরজি কর মামলা শুনবে হাইকোর্ট, শুনানি সুপ্রিমেও

এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ এই মামলার শুনানিতে বলে, এই শুনানিতে কোনওভাবেই হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট।

Must read

প্রতিবেদন : আরজি কর কাণ্ডে নতুন করে তদন্ত চেয়ে অভয়ার পরিবারের আবেদন শুনবে কলকাতা হাইকোর্ট। সোমবার এই মামলার শুনানিতে এমনই নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত।
সিবিআই তদন্তে খুশি নয় তাঁরা। তাই ফের তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে অভয়ার পরিবার। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ এই মামলার শুনানিতে বলে, এই শুনানিতে কোনওভাবেই হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন-কমিশনের নয়া নির্দেশ

প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, তাঁরা শুধুমাত্র কলকাতা হাইকোর্টে দায়ের করা মামলার শুনানি করার অনুমতি দিচ্ছেন। এর আগে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, যেহেতু এই নিয়ে শীর্ষ আদালতে একটি মামলা চলছে, তাই শীর্ষ আদালতের নির্দেশ না পেলে তাদের পক্ষে এই মামলার শুনানি চালিয়ে যাওয়া সম্ভব নয়। সোমবার দেশের শীর্ষ আদালতের সবুজ সঙ্কেতের পরে এই মামলার শুনানি শুরু হবে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে৷ এদিন শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের তরফে স্বতঃপ্রণোদিতভাবে দায়ের করা মূল মামলার শুনানি হবে ১৩ মে থেকে শুরু সপ্তাহের যে কোনও একটি দিন। সেদিনের শুনানিতে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কর্মরত সরকারি চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের সুরক্ষা প্রদানের লক্ষ্যে ন্যাশনাল টাস্ক ফোর্সের সুপারিশ প্রসঙ্গে নিজেদের অভিমত জানাতে পারেন শীর্ষ আদালতের বিচারপতিরা৷ আরজি কর মামলার এদিনের শুনানিতে অংশগ্রহণ করেন সুপ্রিম কোর্টে সদ্যনিযুক্ত বিচারপতি জয়মাল্য বাগচী৷ সোমবারই তাঁকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না৷ এর পরে প্রধান বিচারপতি এবং বিচারপতি সঞ্জয় কুমারের সঙ্গে একই বেঞ্চে বসে আরজি কর মামলা শোনেন বিচারপতি জয়মাল্য বাগচী৷

Latest article