প্রতিবেদন : অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো আমন্ত্রণপত্র সামনে এনে বিরোধীদের কুৎসার পাল্টা জবাব দিল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর লন্ডন সফরকে কেন্দ্র করে বিরোধীরা কুৎসা ও অপপ্রচার করেই চলেছে। অক্সফোর্ডের তরফে আমন্ত্রণ পাঠানো হয় ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে। কিন্তু সে-সময় নানা রাজনৈতিক ও প্রশাসনিক কমিটমেন্ট থাকায় সময় দিতে পারেননি মুখ্যমন্ত্রী। কিন্তু তিনি যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। পরবর্তীকালে অক্সফোর্ড কর্তৃপক্ষ ফের যোগাযোগ করেন, মুখ্যমন্ত্রীও তাঁর সময় জানিয়ে দেন। তারপরেই লন্ডন সফরের সূচি চূড়ান্ত করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ২১ মার্চ সেই সফরেই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এ তো গেল একটা দিক। এর সঙ্গে আরও দু’একটি সঙ্গত প্রশ্ন তুলেছে দল। তৃণমূলের বক্তব্য, বিরোধী দলনেতা গদ্দার অধিকারী মুখ্যমন্ত্রীর লন্ডন সফর নিয়ে কুৎসা করেছে।
আরও পড়ুন-দিনের কবিতা
সিপিএমের মুখপত্র গণশক্তি লাগাতার কুৎসা চালাচ্ছে। মুখ্যমন্ত্রী লন্ডনে বাংলার উন্নয়নের কথা তুলে ধরবেন সেটা সহ্য হচ্ছে না। সিপিএম একটি আরটিআইয়ের নাম করে সোশ্যাল মিডিয়ায় কুৎসা করছে। অক্সফোর্ড নাকি জানিয়েছে এরকম তাদের কোনও সফর নেই। দলের প্রশ্ন— ১. বুঝতে পারছি না, ভারতের আরটিআই আইনের আওতায় ব্রিটেনের অক্সফোর্ড-টা পড়ল ঠিক কবে থেকে? ২. যে বিষয়টি সিপিএম বাজারে ছেড়েছে, যার ভরসায় বাম-রাম তো! তারা একটি মেল-কে ব্যবহার করছে, তাতে নাকি অক্সফোর্ড সফর কেউ জানে না তারা জানিয়ে দিয়েছে। মেলটি ইংরেজি-তে লেখা। প্রাথমিক শিক্ষায় যে-সময় ইংরেজিটা তুলে দেওয়া হয়েছিল তখনকার পড়ুয়ারা এটা পড়ছেন কিনা জানি না। তবে মেলটিতে পরিষ্কার দেখা যাচ্ছে, এলিজাবেথ বডফ্রায়েড বলে যিনি লিখছেন, তথাকথিত এক আরটিআই কর্মীকে যে, অক্সফোর্ডের যে বিভাগগুলি আছে তাদের প্রোগামের সেন্ট্রাল লগ ওঁরা মেনটেইন করেন না। তাই তাঁরা এই বিষয়টি বলতে পারছেন না। তার মানে কি এটা দাঁড়ায় যে তাঁদের কোনও সমিতি, কোনও বিশ্ববিদ্যালয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করেনি? ফলে সিপিএম এবং বিজেপি একটি বিকৃত প্রচারের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের পদক্ষেপ কলুষিত করার চেষ্টা করছে। এবং তারা যেহেতু বাংলার ভাল দেখতে পারে না তাই যতরকমের চতুর্থ শ্রেণির কুৎসা অপপ্রচার করা যায় করছেন। সকলকে অনুরোধ করব ওঁরা যে মেলটা করেছেন দয়া করে সেটাই পড়ে দেখুন। সেখানে পরিষ্কার লেখা আছে।
সোমবার ক্যুইন মেরী ইউনিভার্সিটি অফ লন্ডনের তরফে ডক্টর সোফিতা কলিনন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁদের প্রতিষ্ঠানে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, এই শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাকাডেমিক এবং রিসার্চ স্টুডেন্টদের নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠকের আয়োজন করা হচ্ছে। যেখানে মুখ্যমন্ত্রী বাংলা সম্পর্কে বলবেন। বিশেষ করে বাংলা এখন ছাত্রছাত্রীদের কাছে কেস-স্টাডিতে পরিণত হয়েছে। তার অন্যতম কারণ হল এরাজ্যে মহিলাদের উন্নয়ন সংক্রান্ত যে প্রকল্পগুলি তিনি নিয়েছেন (কন্যাশ্রী, যা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে) সে সম্পর্কে সকলেই জানতে চায়। এছাড়াও সংসদে মহিলাদের উপস্থিতির যে ব্যবস্থা তিনি করেছেন, সেটাও চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। ফলে তাঁর লন্ডন সফরের সময় তিনি বাংলা নিয়ে, বাংলার মানুষকে নিয়ে যদি কিছু সময়ের জন্য এসে কথা বলেন তা উপকৃত করবে সকলকে।