প্রতিবেদন : সেবাশ্রয়ে ৭০ দিনের শিবির শেষ। রবিবার থেকে শুরু হয়েছে মেগা ক্যাম্প। সোমবার ফলতার পর মঙ্গলবার বিষ্ণুপুরের মেগা ক্যাম্প ঘুরে দেখলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। খতিয়ে দেখেন সমস্ত পরিষেবা। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় পরামর্শ দেন। রোগী ও রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিত সকলের সঙ্গে।
ডায়মন্ড হারবারের ৭টি বিধানসভা এলাকায় একযোগে মেগা ক্যাম্প চলছে। এই মেগা ক্যাম্পের দ্বিতীয় দিনে পরিষেবা নিতে আসেন ৪৬,৭৫৮ জন। স্বাস্থ্য পরীক্ষা করান ৩০,৮৩০ জন। ওষুধ গ্রহণ করেন ৪৪,৩৪২ জন। ২৭০ স্বাস্থ্য শিবির থেকে ৯৫ জনকে রেফার করা হয় হাসপাতালে। সেবাশ্রয় শিবিরের মেগা ক্যাম্পের প্রথম দিনে পরিষেবা নিতে আসেন ৩৬,১৫০ জন। ১৪,০১৮ জনের স্বাস্থ্য পরীক্ষা হয়, ১৩,৩০৩ জনকে ওষুধ বিতরণ করা হয়, হাসপাতালে রেফার করা হয় ৫৬৪ জনকে। উল্লেখ্য, এর আগে ৭০ দিনের ক্যাম্পে স্বাস্থ্য পরিষেবা পেয়েছেন ৯ লক্ষ ৬৬ হাজার ২২৬ জন।
আরও পড়ুন: ঘূর্ণাবর্ত-অক্ষরেখা-পশ্চিমীঝঞ্ঝার ত্রিফলা দুর্যোগ বাংলায়, জারি সতর্কতা