প্রতিবেদন : বিতর্কিত মন্তব্যের জন্য মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরকে (Humayun Kabir) চূড়ান্তভাবে সতর্ক করে দিল তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটি। তাঁকে আজ ডেকে পাঠিয়েছিল শৃঙ্খলারক্ষা কমিটি। বিধানসভায় ওই কমিটির সামনে হাজির হয়ে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন হুমায়ুন। কমিটির আহ্বায়ক তথা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, দলের শৃঙ্খলা এবং নীতি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে হুমায়ুন কবিরকে (Humayun Kabir)। সংবিধান-বহির্ভূত এবং দল অস্বস্তিতে পড়ে এমন কোনও মন্তব্য থেকে ভবিষ্যতে তাঁকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সাংবিধানিক পদে থেকে কোনও সাম্প্রদায়িক মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। কোনও বক্তব্য থাকলে তা জানাতে হবে দলের অন্দরেই। দলের বেঁধে দেওয়া এই তিন শর্ত মেনে চলবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন হুমায়ুন।
আরও পড়ুন: ডুপ্লিকেট এপিকে বড় পদক্ষেপ!