প্রতিবেদন : মোদির নিজের রাজ্যেই এবার টাকার পাহাড়! ডবল ইঞ্জিন গুজরাতের (Gujarat) কু-কীর্তির তালিকায় নয়া সংযোজন, আলমারি-ভর্তি কোটি-কোটি টাকা ও বাক্স-ভর্তি কেজি-কেজি সোনা। যার হিসেব কষতে ঘাম ছুটছে পুলিশেরও। সোমবার গভীর রাতে আমেদাবাদের একটি বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ৯৫ কেজি সোনা ও নগদ ৯০ কোটি টাকা! যদিও এখনও পর্যন্ত ওই টাকার মালিক হিসেবে কাউকেই গ্রেফতার করতে পারেনি গুজরাত পুলিশ। অভিযুক্ত দুই মক্কেলই বেপাত্তা।
সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে গুজরাতের গোয়েন্দা পুলিশের কাছে পালদি এলাকার ওই ফ্ল্যাটের খবর যায়। তৎক্ষণাৎ পুলিশের সন্ত্রাস দমন শাখা (এটিএস) এবং ডাইরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) ওই ফ্ল্যাটে হানা দেয়। দীর্ঘদিন বন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকে এটিএস এবং ডিআরআই-এর কর্মকর্তারা টাকা ও সোনার পাহাড় উদ্ধার করেন।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ফ্ল্যাটের মালিক মেঘ এবং তার বাবা মহেন্দ্র শাহ দু’জনই পলাতক। তদন্তকারী এক কর্মকর্তা জানিয়েছেন, ফ্ল্যাটে একটি বাক্সে ৯০-১০০টি সোনার বিস্কুট থরে থরে সাজানো ছিল। একটি আলমারিতে ছিল শ’য়ে শ’য়ে টাকার বান্ডিল। প্রাথমিকভাবে অনুমান, ওই টাকার পরিমাণ ৯০ কোটি টাকা। তবে পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। টাকা গোনা এবং সোনা ওজনের যন্ত্র আনা হয়েছে।
আরও পড়ুন: বাংলার মাটি থেকে বিশ্ববাংলায়: রাজ্যের উন্নয়ন-লড়াইয়ের কাহিনি শোনাবেন মুখ্যমন্ত্রী
এটিএসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার এসএল চৌধুরি বলেন, ৯৫ কেজির বেশি সোনার বিস্কুট, গয়না এবং নগদ ৯০ কোটি টাকা উদ্ধার হয়েছে। এসিপি আরও জানিয়েছেন, মনে করা হচ্ছে, অভিযুক্তেরা বড়সড় কোনও পাচারচক্রের সঙ্গে জড়িত। তাদের খোঁজে তল্লাশি চলছে। গত ২০২২ সালে কলকাতায় কয়েক কোটি টাকা উদ্ধারে রাজ্য বিজেপির কেষ্টু-বিষ্টুরা অনেক বড় বড় কথা বলেছিলেন। কিন্তু খোদ প্রধানমন্ত্রী মোদির রাজ্যেই সোনা ও টাকার পাহাড় উদ্ধারে বাংলার বিজেপি তো বটেই, শীর্ষ নেতাদেরও মুখে কুলুপ!