একজন পড়ুয়া থাকলেও সেই স্কুল চালু থাকবে : ব্রাত্য

শিক্ষার প্রসার, সমতা-মানোন্নয়ন করাই প্রধান লক্ষ্য সরকারের

Must read

প্রতিবেদন : বাংলায় শিক্ষার প্রসার, সমতা ও মানোন্নয়নই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য। কোনও স্কুল বন্ধ করতে চায় না সরকার। একজন ছাত্র বা ছাত্রীও যদি কোনও স্কুলে থাকে, তাকে পড়ানোর দায়িত্ব রাজ্যের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই নীতিতে বিশ্বাস করেন। মঙ্গলবার বিধানসভায় শিক্ষা বাজেটের উপর বক্তব্য রাখতে গিয়ে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু(Bratya Basu)। মন্ত্রী বলেন, ছাত্র-ছাত্রীরা যাতে বাড়ির কাছের স্কুলে পড়তে পারে, সেদিকে রাজ্য সরকার লক্ষ্য রাখে। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা-মাটি-মানুষের সরকার ২০১১ সালের পর থেকে শিক্ষার প্রসারে যত আর্থিক বরাদ্দ ও শিক্ষাক্ষেত্রে যেসব উল্লেখযোগ্য কাজ হয়েছে, তার বিবরণ তুলে ধরে মন্ত্রী বলেন, এই কাজ এর আগে কখনও হয়নি। এই শিক্ষা বাজেট আলোচনার সময় যাদবপুর প্রসঙ্গ উঠে এলে জবাবে শিক্ষামন্ত্রী (Bratya Basu) বলেন, যেকোনও কলেজ-বিশ্ববিদ্যালয়ে সবাই থাকবে। যাদবপুরে যেমন এসএফআই আছে, অন্যান্য বামপন্থী সংগঠনও আছে। কিন্তু আমরা সেখানে যেতে পারব না, গেলেই আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, এমনটা কাম্য নয়। ব্রাত্যর কথায়, ক্যাম্পাসে এবিভিপি থাকবে, টিএমসিপি থাকবে, এমনকী এসএফআইয়ের থাকাতেও আমাদের কোনও সমস্যা নেই। আমরা এই গণতান্ত্রিক পরিসরেই বিশ্বাস করি।

আরও পড়ুন: মোদি-রাজ্যের নতুন কিস্সা‌, ফ্ল্যাটে উদ্ধার ৯৫ কেজি সোনা ও ৯০ কোটি টাকা

Latest article