ভারতীয় দলে কেউই অপরিহার্য নয়:সানি

জসপ্রীত বুমরাকে ছাড়াই যেভাবে ভারত দাপটের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, তাতে প্রমাণ হয় কেউই দলে অপরিহার্য নয়। সাফ জানালেন সুনীল গাভাসকর।

Must read

মুম্বই, ১৮ মার্চ : জসপ্রীত বুমরাকে ছাড়াই যেভাবে ভারত দাপটের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, তাতে প্রমাণ হয় কেউই দলে অপরিহার্য নয়। সাফ জানালেন সুনীল গাভাসকর। সম্প্রতি অস্ট্রেলীয় পেসার মিচেল স্টার্ক ভারতীয় ক্রিকেটের গভীরতার প্রশংসা করে বলেছিলেন, এই মুহূর্তে ভারত-ই বিশ্বের একমাত্র দল, যারা একই দিনে তিন ফরম্যাটে তিনটে আলাদা শক্তিশালী দল মাঠে নামাতে পারে।
গাভাসকরও নিজের কলামে লিখেছেন, ‘‘ভারতীয় ক্রিকেটে প্রতিভার ছড়াছড়ি। অসম্ভব গভীরতা রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোটের জন্য জসপ্রীত বুমরা খেলতে পারেনি। বিশ্বের সেরা ফাস্ট বোলারকে ছাড়াই দাপটের সঙ্গে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। এই সাফল্য প্রমাণ করে এই দলটায় কেউই অপরিহার্য নয়। অতীতেও রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ছাড়াই ভারত জিতেছে। তবে রোহিত ও বিরাটের উপস্থিতি যে এই দলকে অপরাজেয় করে তুলেছে, সেটা নিয়ে কোনও দ্বিমত নেই।’’

আরও পড়ুন-টেস্টেও দায়িত্ব নিয়ে ছবিটা বদলে দিক রোহিত : সৌরভ

নিজের কলামে গত অস্ট্রেলিয়া সফরের প্রসঙ্গও টেনে এনেছেন সানি। তিনি লিখেছেন, ‘‘এটা ঘটনা, খুব কম দলই ব্যক্তি বিশেষেক উপর নির্ভর করে। উদাহরণ হিসাবে গত অস্ট্রেলিয়া সফরে ভারত ভীষণ ভাবে বুমরা নির্ভর হয়ে পড়েছিল। ওর অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া শেষ টেস্টে অনায়াসে টার্গেট তাড়া করে ম্যাচ জিতেছিল। বুমরা ফিট থাকলে হয়তো ফলাফল অন্যরকম হত। কিন্তু সেই ব্যর্থতার পর ভারত যেভাবে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।’’

Latest article