১০ বছরে ব্যাঙ্কগুলির ১৬.৩৫ লক্ষ কোটির এনপিএ মোছা হয়েছে, সংসদে স্বীকার করলেন অর্থমন্ত্রী

জানা গিয়েছে, গত দশটি আর্থিক বছরে দেশের ব্যাঙ্কগুলি ১৬.৩৫ লক্ষ কোটি টাকা মূল্যের ঋণ বা অপরিশোধযোগ্য সম্পদ (এনপিএ) মুছে ফেলেছে।

Must read

প্রতিবেদন : আমজনতার হয়রানি আর ঋণখেলাপিদের জন্য ঢালাও সুবিধা। সংসদে কেন্দ্রের দেওয়া তথ্যেই আর্থিক বৈষম্যের এই চিত্র স্পষ্ট। জানা গিয়েছে, গত দশটি আর্থিক বছরে দেশের ব্যাঙ্কগুলি ১৬.৩৫ লক্ষ কোটি টাকা মূল্যের ঋণ বা অপরিশোধযোগ্য সম্পদ (এনপিএ) মুছে ফেলেছে। কেন্দ্রীয় সরকার সংসদে এই তথ্য জানিয়েছে। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ২০১৪-১৫ সালে ৫৮,৭৮৬ কোটি টাকার এনপিএ মুছে ফেলা হয়েছিল। এরপর ২০১৮-১৯ আর্থিক বছরে সর্বোচ্চ ২,৩৬,২৬৫ কোটি টাকা মোছা হয়। আর ২০২৩-২৪ সালে ব্যাঙ্কগুলি ১,৭০,২৭০ কোটি টাকার খারাপ ঋণ মুছে ফেলেছে। বিরোধীদের অভিযোগ, বিজেপি ঘনিষ্ঠ ঋণখেলাপিদের বাঁচাতেই এই নির্লজ্জ পদক্ষেপ কেন্দ্রের।

আরও পড়ুন-জলের লাইন কাটা নিয়ে নয়া নির্দেশিকা পুরসভার

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ লোকসভায় এক উত্তরে বলেছেন যে, ব্যাঙ্কগুলি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) নির্দেশিকা এবং ব্যাঙ্কগুলির বোর্ড কর্তৃক অনুমোদিত নীতি অনুসারে অপরিশোধযোগ্য সম্পদ (এনপিএ) মুছে ফেলে যার মধ্যে চার বছর পূর্ণ হওয়ার পর সম্পূর্ণ শর্ত আরোপ করা হয়েছে এমন সম্পদও রয়েছে। সীতারমণ আরও জানিয়েছেন, আরবিআই-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত বাণিজ্যিক ব্যাঙ্কগুলির ২৯টি অনন্য ঋণগ্রহীতা কোম্পানি রয়েছে, যাদের প্রত্যেকের ১,০০০ কোটি টাকা বা তার বেশি বকেয়া থাকার কারণে এনপিএ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। তিনি আরও বলেছেন, এই অ্যাকাউন্টগুলিতে মোট বকেয়ার পরিমাণ ছিল ৬১,০২৭ কোটি টাকা। অর্থমন্ত্রীর সাফাই, ব্যাঙ্কগুলি ঋণগ্রহীতাদের বিরুদ্ধে তাদের জন্য উপলব্ধ বিভিন্ন পুনরুদ্ধার প্রক্রিয়ার মাধ্যমে পুনরুদ্ধারের পদক্ষেপগুলি চালিয়ে যাচ্ছে। যদিও ঋণখেলাপিদের স্বার্থে যেভাবে অনাদায়ী ঋণের হিসাব মোছা হচ্ছে

Latest article