যুদ্ধবিরতি লঙ্ঘন, গাজায় ফের হামলা শুরু করল ইজরায়েল, নিহত ২২০, বহু শিশুর মৃত্যু

এদিকে জানা গিয়েছে, কয়েক ডজন পণবন্দিকে মুক্তি দিয়েছে হামাস। তার পরিবর্তে প্রায় ২ হাজার প্যালেস্তানীয় বন্দিকেও ছেড়ে দেওয়া হয়েছে।

Must read

প্রতিবেদন : যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ফের হামলা চালাল ইজরায়েল। হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা স্থগিত হওয়ার পর মঙ্গলবার ভোর থেকেই ব্যাপক এয়ার স্ট্রাইক শুরু করেছে ইজরায়েলি সেনা। টেলিগ্রাম পোস্টে তারা জানিয়েছে, গাজা উপত্যকায় হামাসের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে চলছে এই হামলা। মাত্র কয়েক ঘণ্টার হামলাতেই প্রায় গাজায় ২২০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। প্রাণ গিয়েছে বহু শিশুর।
এদিন ইজরায়েলের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, হামাস পণবন্দিদের মুক্তি দিতে রাজি হয়নি। মার্কিন প্রেসিডেন্টের দূত স্টিভ উইটকফ ও অন্যান্য মধ্যস্থতাকারীদের দেওয়া সব প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে। তাই হামাসকে শিক্ষা দিতে এই হামলা। প্রায় ২ মাসের যুদ্ধবিরতির পর নতুন করে ইজরায়েলি হামলায় রক্তস্নাত গাজা।

আরও পড়ুন-১০ বছরে ব্যাঙ্কগুলির ১৬.৩৫ লক্ষ কোটির এনপিএ মোছা হয়েছে, সংসদে স্বীকার করলেন অর্থমন্ত্রী

এদিকে জানা গিয়েছে, কয়েক ডজন পণবন্দিকে মুক্তি দিয়েছে হামাস। তার পরিবর্তে প্রায় ২ হাজার প্যালেস্তানীয় বন্দিকেও ছেড়ে দেওয়া হয়েছে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার ইজরায়েলের লাগাতার বিমান হামলায় অন্তত ২২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছে শিশুরাও। ২০০-র বেশি মানুষ গুরুতর জখম হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি। প্যালেস্টাইনের মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে এই তথ্য জানান। এদিকে এর পাল্টা বিবৃতিতে হামলার সমস্ত দায় নেতানিয়াহুর উপর চাপিয়ে দিয়েছে হামাস। তাদের হুঁশিয়ারি, এভাবে হামলা চলতে থাকলে বাকি ইজরায়েলি পণবন্দিদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। হামাসের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু যুদ্ধ শুরু করে পণবন্দিদের মৃত্যুর দিকে ঠেলে দিলেন ৷

Latest article