চোরাশিকার রুখে সাফল্য, একশৃঙ্গ গণ্ডারের সংখ্যা বৃদ্ধি

যেখানে ২০২২ সালের সুমারিতে জলদাপাড়া জাতীয় উদ্যানে একশৃঙ্গ গণ্ডারের সংখ্যা ছিল ২৯২টি, সেই সংখ্যা এ বছর ২০২৫ শুমারে বেড়ে দাঁড়িয়েছে ৩৩১টি।mnmnmnmnmnmn nnn bnmhnnm mnnnnnn nn jh nm

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : চোরা শিকার রুখে বিরাট সাফল্য পেল বনদফতর। গণ্ডার শুমারের রিপোর্ট কার্ডেই ধরা দিল বনদফতরের সাফল্য। মঙ্গলবার জলদাপাড়া জাতীয় উদ্যানে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া গন্ডার শুমারের ফল বের হয়েছে। আর তাতে প্রত্যাশা মতোই জাতীয় উদ্যানে বেড়েছে এক শৃঙ্গ গণ্ডারের সংখ্যা। পাশাপাশি গরুমারা জাতীয় উদ্যানেও বেড়েছে গাণ্ডারের সংখ্যা। যদিও জলদাপাড়ার তুলনায় সংখ্যাটা অনেক কম। যেখানে ২০২২ সালের সুমারিতে জলদাপাড়া জাতীয় উদ্যানে একশৃঙ্গ গণ্ডারের সংখ্যা ছিল ২৯২টি, সেই সংখ্যা এ বছর ২০২৫ শুমারে বেড়ে দাঁড়িয়েছে ৩৩১টি।

আরও পড়ুন-যুদ্ধবিরতি লঙ্ঘন, গাজায় ফের হামলা শুরু করল ইজরায়েল, নিহত ২২০, বহু শিশুর মৃত্যু

উত্তরের দুই জাতীয় উদ্যানে গণ্ডারের সংখ্যা বৃদ্ধি নিয়ে রাজ্যের বনমন্ত্রী বীরবহা হাঁসদা জানান, এটা খুব খুশির খবর। আমার সহকর্মীরা মাঠ পর্যায়ে দারুন কাজ করছে, এটা তারই ফল। ২০১১-এর পর থেকে জঙ্গল বেড়েছে, বন্যপ্রাণীর সংখ্যা বেড়েছে। বাঘ, হাতি, গন্ডার সবই সংখ্যায় বেড়েছে। এটা বন কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফল। তাঁদের তাঁদের ধন্যবাদ জানাই। এই প্রসঙ্গে প্রকৃতি সংরক্ষক বিশ্বজিৎ সাহা জানান, ‘এলাকার পর্যটন ও প্রকৃতির জন্য এটি খুব আনন্দের খবর। জলদাপাড়া বন বিভাগের বিভাগীয় অধিকর্তা প্রভীন কাসোয়ান জানান, আমরা যে জাতীয় উদ্যানের নিরাপত্তা সুনিশ্চিত করতে পেরেছি, এই গন্ডার শুমারের ফলাফল সেটাই প্রমাণ করে। গত চার বছরে জাতীয় উদ্যানে কোনও চোরশিকারের ঘটনা ঘটেনি। পাশাপাশি বহু বন আইন লঙ্ঘনকারীকে আমরা আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে পেরেছি। এটা খুশির খবর।

Latest article