পানীয় জল প্রকল্পে বিরাট বরাদ্দ

শহরের বেশকিছু রাস্তা সম্প্রসারণের কাজ করা হবে। যদিও প্রস্তাবিত বাজেটে ঘাটতি মেটাতে আয় বাড়ানো এবং পুরসভার খরচা কমানোই মূল মন্ত্র বলে দাবি করেছেন মেয়র।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : শহরে জল সমস্যা দূর করতে বিরাট ঘোষণা শিলিগুড়ির পুর বাজেটে। মঙ্গলবার পুরনিগমের বাজাটে মেয়র গৌতম দেব ঘোষণা করেন পানীয় জলের পাইপ লাইন বসাতে ৩০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। পানীয় জল সরবাহের আমরুত প্রকল্পের জন্য ৫১১ কোটি বরাদ্দ। এছাড়াও শহরের যানজট কমাতেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ১০ কোটি টাকার বরাদ্দে মাল্টিপারপাস পার্কিং জোন তৈরি করা হবে। এ ছাড়াও রাজ্য সরকারের থেকে জমি চাওয়া হয়েছে। শিলিগুড়িতে আরও একটি ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতাল বানাতে প্রকল্প পাঠানো হয়েছে। কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনের সংস্কারের জন্য নিজস্ব তহবিল থেকে ৬৭ লক্ষ টাকা খরচ করা হবে। নদীর ধারে খাটা পায়খানা ও অন্যান্য শৌচালয় বন্ধ করার কাজ শুরু হয়েছে। এই কারণে প্রচুর কমিউনিটি টয়লেট তৈরি করা হবে। শহরের বেশকিছু রাস্তা সম্প্রসারণের কাজ করা হবে। যদিও প্রস্তাবিত বাজেটে ঘাটতি মেটাতে আয় বাড়ানো এবং পুরসভার খরচা কমানোই মূল মন্ত্র বলে দাবি করেছেন মেয়র।

আরও পড়ুন-চোরাশিকার রুখে সাফল্য, একশৃঙ্গ গণ্ডারের সংখ্যা বৃদ্ধি

পাশাপাশি শিলিগুড়িকে সিটি অফ ন্যাশনাল ইমপোর্টমা দেওয়ার দাবি জানিয়েছেন মেয়র। অন্যদিকে কেন্দ্রকে চিঠি দিয়ে শহর শিলিগুড়ির ঐতিহ্যবাহী দার্জিলিং মেলকে টার্মিনেশন পয়েন্ট হিসেবে শিলিগুড়িকে পুনরায় ঘোষণা করবার কথা দাবি করেন। শিলিগুড়ির ঐতিহ্যবাহী টাউন স্টেশনকে হেরিটেজ তকমা দেওয়ার জন্য এবং তার যথাযথ সম্মান প্রদানের জন্য কেন্দ্রকে আর্জি জানিয়েছেন মেয়র। শিলিগুড়ির প্রাকৃতিক ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলিকে সামনে রেখে আরও বেশ কিছু দাবির কথা উল্লেখ করা হয়েছে এই বাজেটে।

Latest article