চিলাপাতায় আগুন, দার্জিলিংয়ে মৃত্যু বন্যপ্রাণীর

এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। হাসিমারা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন এসে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার ও শিলিগুড়ি : দার্জিলিঙের বিজনবাড়ির পর আলিপুরদুয়ারের চিলাপাতা। আগুনে পুড়ে ছাই হয়ে গেল জঙ্গলের অর্ধেক অংশ। সোমরার রাতে আগুন লাগে দার্জিলিংয়ের পর্যটন কেন্দ্র মেগিটার লাগোয়া বিস্তীর্ণ বনভূমিতে। আগুনের পলে বন্যপ্রাণের ক্ষতির আশঙ্কা করেছিল বনদফতর। দমকল ও পুলিশের তৎপরতায় গভীররাতে বিজনবাড়ির জঙ্গলের আগুন নিভলেও মঙ্গলবার সকালে অনেকগুলি পাখি এবং বন্যপ্রাণির ঝলসানো দেহ উদ্ধার হয়েছে। এদিনই দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে জলদাপাড়া জাতীয় উদ্যানের চিলাপাতার জঙ্গলে। বিস্তীর্ণ এলাকাজুড়ে আগুন লেগে যায়। প্রথমে আগুন নেভাতে হাত লাগালেন গ্রামবাসীরা।

আরও পড়ুন-পানীয় জল প্রকল্পে বিরাট বরাদ্দ

এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। হাসিমারা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন এসে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বড় জীবজন্তুর ক্ষতি না হলেও, এই মরশুমে ময়ূর ডিম পাড়ে, সেগুলো নষ্ট হয়েছে বলে জানা গেছে। দার্জিলিংয়ের পুলবাজার-বিজনবাড়ি ব্লকের মেগিটার এলাকায় সোমবার রাতে কাইলাজয় জঙ্গলে আগুনের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত বিস্তার লাভ করে। প্রসঙ্গত জানা যায় চৈত্রের শুষ্ক আবহাওয়ায় গাছে গাছ ঘসে আগুনের সূত্রপাত, তার থেকেই আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বনদফতর কর্তৃপক্ষ সূত্রে খবর বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

Latest article