২৮৬ দিন পর মর্ত্যে সুনীতারা! বাইডেনের বিরুদ্ধে বিস্ফোরক ট্রাম্প-মাস্ক

Must read

সুনীতা উইলিয়ামস (Sunita Williams) ও বুচ উলমোর পৃথিবীতে ফিরতেই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ডোনাল্ড ট্রাম্প এবং এলন মাস্কের। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, সুনীতাদের ফিরিয়ে আনার ব্যাপারে উদাসীন ছিলেন বাইডেন। ট্রাম্পের কথায়, ‘‘বাইডেন ওঁদের (সুনীতা ও বুচ) ফিরিয়ে আনতে পারেননি। এলন মাস্ককে অনুরোধ করেছিলাম ওঁদের ফিরিয়ে নিয়ে আসার জন্য। সুনীতারা ফিরেছেন। ওঁদের এখন সুস্থ হতে হবে। সুস্থ হয়ে উঠলে হোয়াইট হাউসের ওভাল অফিসে আমন্ত্রণ জানানো হবে।’’

এদিকে মাস্কের অভিযোগ, রাজনৈতিক কারণের জন্যই সুনীতাদের (Sunita Williams) ফিরিয়ে আনেনি বাইডেন প্রশাসন। এক্স হ্যান্ডলে মাস্ক জানিয়েছেন, ‘মহাকাশচারীদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য স্পেস এক্স এবং নাসার টিমকে অভিনন্দন। ধন্যবাদ জানাই মার্কিন প্রেসিডেন্টকে, এই মিশনকে অগ্রাধিকার দেওয়ার জন্য।’

আরও পড়ুন: কী কী অবনতি হয়েছে সুনীতাদের? ৪৫ দিন কোথায় থাকবেন

কথা দিয়ে কথা রাখার প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘‘আমি যখন ক্ষমতায় আসি, তখনই আমি ইলনকে বলেছিলাম তাঁদের (সুনীতা ও বুচ) ফিরিয়ে আনতে হবে। কথা দিয়েছিলাম, রেখেছি।’’

২৮৬ দিন পর নিরাপদে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর। বুধবার ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ তাঁদের নিয়ে স্পেসএক্সের মহাকাশযান ফ্লরিডার সমুদ্রে অবতরণ করেছে। তবে এখন তাঁরা দু’জনেই চিকিৎসাধীন।

Latest article