কাল থেকে বৃষ্টির পূর্বাভাস জেলায়

বৃহস্পতিবার কলকাতা-সহ সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার কলকাতায় কমলা সর্তকতা জারি করা হয়েছে।

Must read

প্রতিবেদন : বৃহস্পতিবার থেকেই আমূল পরিবর্তন আবহাওয়ার। পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, ২০ ও ২১ তারিখে হুগলি, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব মেদিনীপুরে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিও (Rain) চলবে।

আরও পড়ুন-নিরাপদে পৃথিবীতে সুনীতারা, ৪ মহাকাশচারীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

শনিবারও পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরে মালদা, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার— এই তিন জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ওইদিন হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে থাকবে বজ্র-বিদ্যুৎ-সহ দমকা হাওয়া। বৃহস্পতিবার কলকাতা-সহ সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার কলকাতায় কমলা সর্তকতা জারি করা হয়েছে।

Latest article