ওবিসি সংরক্ষণ, আইনি জট কাটলেই বিপুল কর্মসংস্থান

ওবিসি (OBC) সংরক্ষণ-সংক্রান্ত আইনি জট কাটলেই রাজ্যে ২-৩ লক্ষ কর্মসংস্থান! সরকারি ক্ষেত্রে নিয়োগ নিয়ে বিধানসভায় বড় সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

প্রতিবেদন : ওবিসি (OBC) সংরক্ষণ-সংক্রান্ত আইনি জট কাটলেই রাজ্যে ২-৩ লক্ষ কর্মসংস্থান! সরকারি ক্ষেত্রে নিয়োগ নিয়ে বিধানসভায় বড় সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের অনুমতিক্রমে সমীক্ষার কাজও চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, সুপ্রিম কোর্ট ওবিসি নিয়ে গতকাল একটি পর্যবেক্ষণ দিয়েছে। খারাপ কিছু বলেনি। এই সমস্যা মিটে গেলে শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ মিলিয়ে প্রায় ২-৩ লক্ষ নিয়োগ হবে।মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী কপিল সিবাল ওবিসি সংক্রান্ত মামলার শুনানি তিনমাস পিছিয়ে দেওয়ার আর্জি জানান। তিনি বলেন, অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র সংরক্ষণের বিষয়ে নতুন করে সমীক্ষা করছে রাজ্য সরকার। নতুন করে যাচাই করা হচ্ছে কারা ওবিসি তালিকাভুক্ত হওয়ার যোগ্য, কারা নয়। রাজ্য সরকারের আবেদন মঞ্জুর করে শুনানি তিনমাস পিছিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন-আত্মহত্যা বাড়ছে কলকাতা মেট্রোয়, মানলেন রেলমন্ত্রীও

এদিকে, বুধবার বিধানসভার অধিবেশন থেকে ফের বিরোধীদের তোপ দাগেন বাংলার মুখ্যমন্ত্রী। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বারবার বিরোধীরা আদালতের দ্বারস্থ হয়ে সেটাকে আটকানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। বিরোধী বিধায়কদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রীর আবেদন, আমার সঙ্গে শত্রুতা করে নিয়োগ আটকাবেন না।গত বছরের মে মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর থেকে তৈরি হওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেয়। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার ও পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশন। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গভাই ও বিচারপতি মসিহর বেঞ্চ জানিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি আগামী জুলাই মাসে।

Latest article