প্রতিবেদন : ৭০ দিনের ‘সেবাশ্রয়’ শিবিরের পর রবিবার থেকে শুরু হয়েছে মেগা-ক্যাম্প। ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভা এলাকায় একযোগে চলছে সেবাশ্রয়ের এই ফলো-আপ ক্যাম্প। ফলতা, বিষ্ণুপুরের পর বুধবার মহেশতলার মেগা ক্যাম্প ঘুরে দেখলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। খতিয়ে দেখেন সমস্ত পরিষেবা।
আরও পড়ুন-ওবিসি সংরক্ষণ, আইনি জট কাটলেই বিপুল কর্মসংস্থান
কথা বললেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবকদের সঙ্গে। দেন প্রয়োজনীয় পরামর্শ। রোগী ও রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। শুভেচ্ছা বিনিময় করেন সকলের সঙ্গে। মঙ্গলবার ক্যাম্পের তৃতীয় দিনের পর পরিষেবা নিতে আসা মানুষের সংখ্যা ৫৩,৭০১ জন। স্বাস্থ্য পরীক্ষা করান ৪১,৯৪২ জন। বিনামূল্যে ওষুধ গ্রহণ করেন ৫৪,৯৬৮ জন। ২৭০ স্বাস্থ্য শিবির থেকে মোট ১০১ জনকে রেফার করা হয়েছে হাসপাতালে। উল্লেখ্য, এর আগে ৭০ দিনের ক্যাম্পে স্বাস্থ্য পরিষেবা পেয়েছেন ৯ লক্ষ ৬৬ হাজার ২২৬ জন