হিন্দুত্ব : তৃণমূলের পাল্টা প্রচারে বেকায়দায় বিজেপি

এখানেই শেষ নয় বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠে পাল্টা চ্যালেঞ্জ করে বাংলা জুড়ে প্রচারে নামছে আইটি সেল।

Must read

প্রতিবেদন : ভাঙতে জানো কেবল তুমি তোমার মনে গন্ধ! আমিত শাহের হিন্দু তুমি আমরা বিবেকানন্দ… তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য তাঁর লেখা চার লাইনের এই কবিতা দিয়ে স্পষ্ট করে দিয়েছেন বর্তমানে বিজেপির উগ্র হিন্দুত্ববাদীর চেনা চেহারাটা। এখানেই শেষ নয় বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠে পাল্টা চ্যালেঞ্জ করে বাংলা জুড়ে প্রচারে নামছে আইটি সেল।
শহর জুড়ে পড়েছে পোস্টার-ব্যানার। তাতে লেখা হয়েছে, হিন্দু যদি ভাই ভাই গ্যাসে কেন ছাড় নাই! গেরুয়া শিবিরের স্লোগান তুলেই তীব্র কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। ছাব্বিশে বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে ধর্মের তাস খেলা ভোটপাখি বিজেপি হিন্দুত্বের ধুয়ো তুলতে শুরু করেছে। এর পাল্টা জবাব দিতে মাঠে নেমেছে তৃণমূলের আইটি সেল। আইটি সেলের তরফে বিধাননগর, বিকাশ ভবন, ফুলবাগান, করুণাময়ী, সিটি সেন্টার, উইপ্রো, শ্যামবাজার, হাতিবাগান, খান্না, মানিকতলা, হেদুয়া, রাজাবাজার, গিরিশ পার্ক, সুকিয়া স্ট্রিট, গৌরীবাড়ি, কেষ্টপুর, বাগুইহাটি, কৈখালি, নাগেরবাজার, লেক টাউন— মহানগরের বিভিন্ন জায়গা বিশেষ করে উত্তর ও পূর্ব কলকাতা ছেয়ে গিয়েছে তৃণমূলের পোস্টারে।

আরও পড়ুন-মহেশতলায় মেগা-ক্যাম্পে অভিষেক

বিজেপি দেওয়াল লেখে ‘হিন্দু হিন্দু ভাই ভাই/২০২৬ বিজেপিকে চাই’। স্লোগানকে খোঁচা দিয়ে তৃণমূলের ব্যানারে লেখা হয়েছে, ‘হিন্দু হিন্দু ভাই ভাই, আধার লিঙ্কে ফাইল খাই!’, ‘হিন্দু যদি ভাই ভাই, গ্যাসে কেন ছাড় নাই?’, ‘হিন্দু হিন্দু ভাই ভাই, তবু তেলের দামে লোটা চাই?’, ‘হিন্দু হিন্দু ভাই ভাই, বাঙালি পূর্ণ মন্ত্রী নাই’। পোস্টারের নিচে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি ও সোশ্যাল মিডিয়া শাখার নাম।
তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেন, ‘ভাই’ বলে ডেকে পিঠে ছুরি মারার নাম বিজেপি। বিজেপি বা নরেন্দ্র মোদির কাছে ‘ভাই’ কখনওই হিন্দুরা নয়। নরেন্দ্র মোদির ভাই হলেন নীরব মোদি, মেহুল চোকসি কিংবা ললিতরা। তাদের ভাই বলে ডেকে দেশের টাকা লুটে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করা হয়। আর বিজ্ঞাপনে বিজেপি যাদের ভাই বলে, তাদের কপালে জোটে দামি গ্যাস, আধার-গ্যাস লিঙ্ক করার নাম করে হাজার টাকার ফাইন কিংবা বেলাগাম মূল্যবৃদ্ধি! যে বাঙালি হিন্দুদের জন্য বিজ্ঞাপন, বহু রাজ্যের থেকে অনেক বেশি সাংসদ দেওয়ার পরেও তাদের কপালে জোটে না একটিও পূর্ণ মন্ত্রিত্ব! বাঙালি জানে, বিজেপি কী জিনিস!

Latest article