সংবাদদাতা, শিলিগুড়ি: পুরনিগমের বিশেষ উদ্যোগ। এবার শিলিগুড়িতে হতে চলেছে অ্যানিমেল ক্রিম্যাটোরিয়াম (animal crematorium) বা মৃত পশু দাহ কেন্দ্র। সেখানে মৃতপ্রাণীদের দাহ করা যাবে। বহুদিন ধরেই শিলিগুড়ি শহরে অ্যানিমেল ক্রিম্যাটোরিয়াম দাবি করে আসছেন শহরের পশু প্রেমীরা এবার সেই দাবিতে মিলল সবুজ সংকেত। মঙ্গলবার শিলিগুড়ির পুরবাজেটে শহরে পশু দাহ কেন্দ্র নিয়ে সবুজ সংকেত দিলেন পুর মেয়র গৌতম দেব। জানি খুশি পশু প্রেমিরা। বর্তমানে শিলিগুড়িতে অ্যানিমেল ক্রিমেটোরিয়াম না থাকার কারণে সমস্যায় পড়তে হয় অনেককে।
আরও পড়ুন-শিল্পে নয়া নীতি, মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি
বড় বড় শহরে অ্যানিমেল ক্রিমেটোডিয়াম থাকলেও অন্যান্য শহরের মতো শিলিগুড়ি মেট্রোপলিটন সিটিতে এই পশু দাহ কেন্দ্র না থাকার কারণে বিভিন্ন সংগঠনসহ পশুপ্রেমীরা এই পশুদাহ কেন্দ্রের দাবি তুলেছিলেন। পশুপ্রেমী সংগঠনের দাবি অনেকেই বাড়িতে কুকুর কিংবা বেড়াল পোষে আবার গ্রামাঞ্চলের দিকে অনেকে বাড়িতে গরুও পোষে। বিভিন্ন কারণে প্রাণীগুলির মৃত্যু হলে তাদেরকে মাটির নিচে চাপা দিয়ে রাখতে হয়। সেই সমস্ত কথা মাথায় রেখে মেয়র গৌতম দেব কে একপ্রকার আবদার করেছিলেন পশুপ্রেমী সংগঠন। তাই এ বছরের অর্থবছরের বাজেটে এবার পশুদাহ কেন্দ্র কিংবা অ্যানিমেল ক্রিম্যাটোরিয়াম নিয়ে সবুজ সংকেত দিলেন মেয়র। প্রসঙ্গত প্রাণীদের মৃত্যুর পর সম্মানজনক ও স্বাস্থ্যসম্মত ভাবে দাহ করার প্রক্রিয়া সম্পন্ন করতে শিলিগুড়ি পুরো নিগমের উদ্যোগে প্রায় এক কোটি টাকা ব্যয়ে শিলিগুড়িতে তৈরি হবে পশু দাহ কেন্দ্র।