প্রতিবেদন : কেকেআর ম্যাচ খেলতে বুধবার রাতে কলকাতায় পৌঁছে গেলেন বিরাট কোহলি-সহ গোটা আরসিবি দল। শনিবার ইডেনে কেকেআর বনাম আরসিবি ম্যাচ দিয়েই বোধন হবে এবারের আইপিএলের।
এদিকে, আরও একবার বরুণ চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে বল করার জন্য মুখিয়ে রয়েছেন সুনীল নারিন। এই নিয়ে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ১৪তম আইপিএল মরশুম খেলতে নামছেন ক্যারিবিয়ান স্পিনার অলরাউন্ডার। নারিন-বরুণের স্পিন জুটি ইতিমধ্যেই বিপক্ষ ব্যাটারদের রাতে ঘুম কেড়ে নিয়েছে।
এই প্রসঙ্গে নারিনের বক্তব্য, ‘‘আমার ও বরুণের জুটি কতটা কার্যকর, সেটা গত কয়েক বছরেই প্রমাণিত। আমরা একে অন্যের পরিপূরক। বরুণের সঙ্গে জুটি বেঁধে বোলিং সব সময়ই উপভোগ করি। ও ব্যাটারদের সারাক্ষণ চাপে রাখে। ওদের মনে সংশয় তৈরি করে। আমাদের জুটি সব সময় বিপক্ষকে চাপে রেখেছে।’’
শুধু বল হাতেই নন, ব্যাট হাতেও ফ্র্যাঞ্চাইজি লিগে দারুণ সফল নারিন। গতবার কেকেআরকে তৃতীয় আইপিএল খেতাব জেতাতে বড় অবদান রেখেছিল ওপেনার নারিনের ঝোড়ো ব্যাটিং। তিনি বলছেন, ‘‘ক্রিকেট এখন অনেক বদলে গিয়েছে। এখন ব্যাটে-বলে অবদান রাখাটা জরুরি হয়ে পড়েছে। নিজের উপর আস্থা রাখাটাও গুরুত্বপূর্ণ। ঈশ্বর আপনাকে প্রতিভা দিয়েছে। এবার আপনাকে সেই প্রতিভা কাজে লাগাতে হবে।’’ নারিনের সংযোজন, ‘‘কেকেআরের হয়ে এবারও আইপিএল জিততে চাই। তার জন্য শুরুটা ভাল হওয়া খুব জরুরি। আশা করি, খেতাবটা ধরে রাখতে পারব।’’
আরও পড়ুন-সমুদ্রে স্বাগত জানাল একঝাঁক ডলফিন
গতবারের সফল মেন্টর গৌতম গম্ভীরকে এবার পাচ্ছে না কেকেআর। নারিন বলছেন, ‘‘গম্ভীরের একটা নিজস্ব ক্রিকেটীয় ঘরানা আছে। তাই ও আইপিএলে এত সাফল্য পেয়েছে। ওঁকে অবশ্যই মিস করব। তবে আমি নিশ্চিত, গম্ভীরও বাইরে থেকে আমাদের জন্য গলা ফাটাবেন।’’ নতুন অধিনায়ক অজিঙ্কা রাহানে প্রসঙ্গে নারিনের বক্তব্য, ‘‘রাহানে অত্যন্ত অভিজ্ঞ ক্রিকেটার এবং নেতা। দলের সিনিয়রদের সাহায্য সব সময় পাবে। কোনও সমস্যা হবে না।’’
এদিকে, কেকেআরের সহ-অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার আবার অধিনায়ক অজিঙ্ক রাহানের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেছেন, ‘‘রাহানে দুর্দান্ত নেতা। আমাদের মধ্যে প্রচুর কথা হয়। ও এর আগে ভারতকে নেতৃত্ব দিয়েছে। আইপিএলেও নেতৃত্ব দিয়েছে। ওর নেতৃত্ব খেলে আরও পরিণত হব বলেই বিশ্বাস করি।’’