পানিহাটি পুরসভার নতুন চেয়ারম্যান সোমনাথ দে

Must read

সংবাদদাতা, পানিহাটি : পানিহাটি পুরসভার (Panihati Municipality) নতুন চেয়ারম্যান হলেন সোমনাথ দে। দলের নির্দেশ মেনে বন্ধ খাম খুলে পুরপ্রধান নির্বাচন হল পানিহাটি পুরসভায় (Panihati Municipality)। তিনি ১৭ নম্বর ওয়ার্ডে পুরপিতা এবং পুরসভার পিডব্লিউডি দফতরের সিআইসি ছিলেন। শুক্রবার বিধানসভার চিফ হুইপ তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ দলের নির্দেশে বন্ধ খাম নিয়ে পুরসভায় আসেন। সেখানে ৩২ জন কাউন্সিলারের উপস্থিতিতে খাম খুলে নাম প্রকাশ করা হয়। তাদের সকলের সমর্থনেই পুরপ্রধান হিসেবে নির্বাচিত হন সোমনাথ দে। তবে এদিন প্রাক্তন পুরপ্রধান মলয় রায়-সহ তিন জন অনুপস্থিত ছিলেন। নতুন দায়িত্ব পেয়ে সোমনাথবাবু জানান, পানিহাটিকে জঞ্জালমুক্ত করব। মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে দীর্ঘদিনের এই সমস্যা সমাধান করব। এছাড়াও নিকাশি, জল, রাস্তা-সহ সবধরনের উন্নয়ন করা হবে। বর্তমান উপপ্রধান সুভাষ চক্রবর্তীর মিটিং ডাকেন শুক্রবার। এই বোর্ড মিটিংয়ের মধ্যে দিয়ে দলের সিদ্ধান্ত অনুযায়ী নতুন পুরপ্রধান নির্বাচিত হলেন সোমনাথ দে।

আরও পড়ুন-দিল্লির থেকে নিরাপদ কলকাতা, মোদির মুখোশ খুললেন আপ সাংসদ

Latest article