ইডেনে ১৮তম আইপিএলের জমকালো শুরুয়াত

বাঙালি শ্রেয়া ঘোষালের গান, দিশা পাটনির নাচ, করণ আউজালার স্টেশ শো-য় আইপিএল বোধন। বাকিটা ‘বিশে-বিশে’ বিস্ফোরণ! সুপার স্যাটারডে।

Must read

প্রতিবেদন : বিকেল সাড়ে চারটের পর ইডেনের (Eden) আকাশ পরিষ্কার দেখেই স্টেডিয়াম চত্বরে ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাসের ছবি। সঙ্গে প্রার্থনাও, আবেগের ‘বিরাট’ ম্যাচে যেন আর বৃষ্টি না হয়!
অষ্টাদশ আইপিএলের শুরুটা হচ্ছে হেভিওয়েট দ্বৈরথ দিয়ে। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের সামনে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবি-র এবার নতুন অধিনায়ক রজত পাতিদার। কিন্তু টিমের এক্স ফ্যাক্টর সেই একজন, কিং কোহলি। তাঁকে ঘিরেই আবর্তিত হচ্ছে ইডেনের নাইট শো।

আরও পড়ুন-স্ত্রীর অত্যাচারে অতিষ্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নিজেকে বাঁচাতে পুলিশের দারস্থ যুবক

দুপুর থেকেই ইডেনমুখো সমর্থকরা। সেখানে ঘরের টিম কেকেআর নয়, অধিকাংশের পরনেই বিরাটের আরসিবি জার্সি। বোঝা গেল, ম্যাচে বল গড়ালে গ্যালারি কার্যত দখলে চলে যাবে বিরাটপ্রেমীদের। এটুকু হয়তো ঠিক, তবে পুরোপুরি নয়! অনেকে আবার বিরাটের ব্যাটে রান চান, কিন্তু জয় চান কেকেআরের। এক উৎসাহী সমর্থকের কথায়, ‘‘আমি বিরাটের ফ্যান হিসেবে চাইব, ও রান করুক। তবে কেকেআর জিতলে ভাল লাগবে। আফটার অল, আমাদের কলকাতার টিম।’’ আসলে কেকেআরের বিরুদ্ধে বিরাটদের রেকর্ড খুব একটা ভাল নয়। এবার অবশ্য শাহরুখের দল গতবারের থেকে কিছুটা কমজোরি মনে হয়েছে অনেকের কাছেই। শহরের নাইটপ্রেমীরা অবশ্য আশঙ্কা উড়িয়ে দিয়ে বলছেন, ‘‘খেলা শুরু হলে কেকেআর-কে থামানো কঠিন। চ্যাম্পিয়ন টিম চ্যাম্পিয়নের মতোই শুরু করবে।’’
ম্যাচের সঙ্গে বোনাস এবার ইডেনে উদ্বোধনী অনুষ্ঠান। বাঙালি শ্রেয়া ঘোষালের গান, দিশা পাটনির নাচ, করণ আউজালার স্টেশ শো-য় আইপিএল বোধন। বাকিটা ‘বিশে-বিশে’ বিস্ফোরণ! সুপার স্যাটারডে।

Latest article