সৌমালি বন্দ্যোপাধ্যায়, হাওড়া : দু’মাসের ছোট্ট হাওড়ার ফজিরবাজারের আবিয়ান রাজার হার্টে ফুটো। অপারেশন করতে খরচ হত প্রায় ৩ লাখ টাকা। তার বাবা সাহেব সামান্য গাড়িচালক। মা আবসানা পরভীন গৃহবধূ। একমাত্র ছেলের হার্টে ফুটো আছে শুনে ভেঙে পড়েছিলেন তাঁরা। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা শিশুসাথী কার্ড তাঁর হাতে তুলে দিলেন সমবায়মন্ত্রী অরূপ রায়। এর ফলে সম্পূর্ণ বিনা পয়সায় ছোট্ট আবিয়ানের হার্টের অপারেশন হয়ে যাবে।
আরও পড়ুন-পুরভোটে ২৩ হাজার পুলিশ
স্থানীয় তৃণমূল নেতৃত্বের উদ্যোগে আবিয়ানের বাবা-মা সমবায়মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে কয়েকদিন আগে যোগাযোগ করেন। এরপরই অরূপ রায় বিশেষ উদ্যোগ নিয়ে দ্রুত তাঁদের শিশুসাথী কার্ডের ব্যবস্থা করেন। বুধবার শিশুটির মা আবসানা পরভীনের হাতে ওই শিশুসাথী কার্ড তুলে দেন সমবায়মন্ত্রী অরূপ রায়।
আরও পড়ুন-ক্ষতিগ্রস্ত চাষিদের বিমার টাকা দেওয়ার উদ্যোগ শুরু
এই কার্ড হাতে পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিশুটির বাবা-মা। তাঁরা বলেন, ‘‘এই কার্ডের জন্যই আমাদের ছেলের হার্ট অপারেশন করা সম্ভব হবে। নইলে তিন লাখ টাকা খরচ করে অপারেশন করানোর সামর্থ্য আমাদের ছিল না। চিকিৎসকরা বলেছিলেন দ্রুত অপারেশন করাতে। কিন্তু আমাদের আর্থিক সঙ্গতি ছিল না। এই অবস্থায় মন্ত্রী অরূপ রায় যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তাতে আমরা তাঁর কাছেও চিরঋণী থাকব।’’
সমবায়মন্ত্রী অরূপ রায় বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা শিশুসাথী কার্ড তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হল। এখন অপারেশন করে শিশুটি দ্রুত সুস্থ হয়ে উঠুক এটাই প্রার্থনা করি।’’