নীতীশ কুমারের বিহারে (Bihar) মদ নিষিদ্ধ। তারপরেও পুলিশের অভিযানে বাজেয়াপ্ত হয়েছে মদের প্রচুর বোতল। শুক্রবার বিকেলে, বিহার পুলিশ জয়পুর-বাঁকা রুটে ৩০০ লিটারেরও বেশি ব্র্যান্ডেড বিদেশী মদ বাজেয়াপ্ত করেছে। আগের দিন, বাঁকার জয়পুর পুলিশ স্টেশন গোপন তথ্য পেয়েছিল যে একটি গাড়ি ঝাড়খণ্ডের দেওঘর থেকে বিহারে মদ পাচার করছে। এসডিপিও বেলহার রাজকিশোর কুমার এই মর্মে বলেন, স্কুল ভ্যানের মত একটি গাড়িতে করে মদ পাচার করা হচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক পালিয়ে যায় তবে গাড়িটিতে ৩০০ লিটারেরও বেশি মদ বোঝাই করা ছিল। সূত্রের খবর, পুলিশ ৯২৯ বোতলে ৩১৯.১২৫ লিটার ব্র্যান্ডেড বিদেশী মদ উদ্ধার করেছে।
আরও পড়ুন-দিল্লির পার্কে উদ্ধার যুগলের ঝুলন্ত দেহ
আগেও বিহারে উদ্ধার হয়েছে প্রচুর মদের বোতল। মানুষের মদ্যপান নিষিদ্ধ কিন্তু সেই সময় বলা হয়েছিল ইঁদুরকে নাকি কিছুতেই জব্দ করা যাচ্ছে না। কার্টুনে রাখা বোতলগুলি ইঁদুরই নাকি শেষ করে দিয়েছিল। প্রায় পাঁচ-ছয়টি কার্টুনে রাখা বোতলগুলি ফাঁকা পাওয়া গিয়েছিল সেই সময়। গত বছর ডিসেম্বরে ‘শুখা বিহারে’ মত্ত হয়ে গ্রেফতার হন বরযাত্রীর ৪০ জন সদস্য। মদ নিষিদ্ধ হওয়ার ফলেই বিহারে বিষমদে মৃত্যুর ঘটনা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। গত কয়েক বছরে বিহারে বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনায় রাজ্যের সরকার রীতিমত অস্বস্তিতে। তবে বার বার এভাবে মদ পাওয়া যাওয়ায় পুলিশের নজরদারি নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে।