সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি: ডুপ্লিকেট এপিক কার্ড ইস্যুতে নিয়মিত নজরদারি চালাতে হবে। এই ভুতুড়ে এপিক কার্ড রুখতে শেষ দেখে ছাড়বে তৃণমূল কংগ্রেস, কোনওভাবেই সফল হতে দেবে না বিজেপির চক্রান্ত—দিল্লিতে সাফ জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার দিল্লিতে বাংলার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে এক ঘরোয়া আলোচনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, বিজেপির ষড়যন্ত্র হল বাংলায় ৩০ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হবে। পাশাপাশি যোগ করা হবে ২০ লক্ষ ভোটার। এর আগে দিল্লি, মহারাষ্ট্র এবং হরিয়ানাতেও একই ছক কষা হয়েছে। দিল্লি ভোটে জেতার জন্য কেন্দ্রীয় মন্ত্রী কমলেশ পাসোয়ানের বাড়ির ঠিকানায় ২৭ জন ভোটারের নাম যোগ করা হয়েছে। অরবিন্দ কেজরিওয়াল অনেক দেরিতে এই জালিয়াতি টের পেয়েছেন, কিছুই করতে পারেননি। এর পরেই অভিষেক বলেন, বাংলায় বিজেপির এই চক্রান্ত সফল করতে দেব না। আমরা সতর্ক আছি। বাংলার মানুষ প্রতিবাদী, তাঁরা কোনওভাবেই অন্যায় মেনে নেবেন না।
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের তরফে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনে দরবার করে মুখ্য নির্বাচন কমিশনারকে স্মারকলিপি দিয়ে দাবি জানানো হয়েছে, সারা দেশে কত ডুপ্লিকেট এপিক কার্ড আছে, তার সংখ্যা জানানো হোক। এই প্রসঙ্গেই অভিষেক বলেন, কমিশন আমাদের ডাকলে আমরা বলব, যাদের নাম বাদ দেওয়া হয়েছে এবং যাদের নাম যোগ করা হয়েছে ভোটার তালিকায়, সেই তালিকা জনসমক্ষে প্রকাশ করা হোক। এতেই দুধ কা দুধ-পানি কা পানি হয়ে যাবে। আধার কার্ড যেখানে জাল হচ্ছে, সেখানে আধারের সঙ্গে ভোটার কার্ড সংযুক্তিকরণ করে লাভ কিছু হবে না, দাবি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-লন্ডনে ভারতীয় হাই কমিশনে বদলে যাওয়া বাংলার উন্নয়নের ছবি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী