প্রতিবেদন : বাংলার বঞ্চনার ইস্যুতেই বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণে ঝড় তুলবে তৃণমূল কংগ্রেস। এই ইস্যুই হবে আগামী বছরের বিধানসভা ভোটের সব থেকে বড় ইস্যু— সোমবার দিল্লিতে জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই প্রসঙ্গেই মোদি সরকারকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, রাজ্যের খেটে খাওয়া মানুষের ন্যায্য প্রাপ্য ২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে মোদি সরকার। এই টাকা আটকে রেখে বাংলার সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে মোদি সরকার। রাজ্যের মানুষ এটা মেনে নেবে না৷ এই বিপুল পরিমাণ টাকা পেলে আমরা রাজ্যের সর্বত্র আরও উন্নয়ন করতে পারতাম, ব্লকে ব্লকে হাসপাতাল তৈরি করতে পারতাম। এটা হয়নি বিজেপির ষড়যন্ত্রের কারণে। রাজ্যবাসী এটা বুঝে গেছেন। বিজেপির এক নেতা বলছেন, তিনিই টাকা আটকে রেখেছেন। আর একজন বলছেন, তিনি এক ফোনে টাকা রিলিজ করতে পারেন। এটা ওদের ষড়যন্ত্র। আসলে এই টাকা আটকে রেখে এখন ফেঁসে গেছে বিজেপি। রাজ্যের মানুষের সঙ্গে ওদের শত্রুতা স্পষ্ট হয়েছে। বিজেপি ভুল থেকে শিক্ষা নেয়নি। গতবারের বিধানসভা ভোটের পরে ওদের উচিত ছিল বাংলার বকেয়া টাকা দিয়ে দেওয়া। সেটা করা হয়নি। এর বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনে যাব আমরা। ন্যায্য টাকা আদায় করে ছাড়ব। ২৬-এর ভোটে বাংলার বঞ্চনাই সব থেকে বড় ইস্যু হবে, জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-এপিক জালিয়াতিতে কেন্দ্রের মন্ত্রীও! বিজেপির চক্রান্ত রুখে দেব : অভিষেক