বাংলা-ব্রিটেন সম্পর্ককে শক্তিশালী করার বার্তা, হাইকমিশনে হাই টি-তে যোগ মুখ্যমন্ত্রীর

Must read

উন্নতশির বাংলাকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠায় চির প্রত্যয়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে লন্ডন সফরে ভারতীয় হাইকমিশনারের হাই-টিতে আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানে বঙ্গ-ব্রিটেন যৌথ উদ্যোগের ইতিবাচক লক্ষ্যে গুরুত্বপূর্ণ ধাপ বলে সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

সোশ্যাল মিডিয়ায় তিনি (CM Mamata Banerjee) লেখেন, লন্ডনের ইন্ডিয়া হাউজে বিক্রম দোরাইস্বামীর আমন্ত্রণে হাই-টি অনুষ্ঠানে যোগ দেওয়া একটি সম্মান অর্জন। এই সমাবেশ বঙ্গ-ব্রিটেন যৌথ উদ্যোগকে বিভিন্ন ক্ষেত্রের উদ্যোক্তাদের একজোট হয়ে শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেয়।

সেই সঙ্গে তাঁর সংযোজন, আমরা যখন একটি পরিবর্তনশীল পৃথিবীর দিকে এগিয়ে চলেছি, সেই সময়ে বিশ্বাসের ভিত্তিতে এগিয়ে চলা অর্থবহ যৌথ উদ্যোগ অন্য সব কিছু থেকে বেশি গুরুত্বপূর্ণ। আজকের এই আদানপ্রদান ভবিষ্যতে যে অপরিসীম সম্ভাবনা অপেক্ষা করছে, তারই বার্তা দিয়েছে।

আরও পড়ুন-বাংলাকে তুলে ধরার কাজ জোরকদমে করুন, হাইকমিশনকে বললেন মুখ্যমন্ত্রী

Latest article