বার্ধক্যভাতা চেয়ে মুখ্যমন্ত্রীকে ফোন, নবান্ন থেকে লোক এল হাসপাতালেই

গত কয়েকমাস ধরে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেও মেলেনি বার্ধক্যভাতা।

Must read

সংবাদদাতা, ডেবরা : গত কয়েকমাস ধরে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেও মেলেনি বার্ধক্যভাতা। শেষমেশ মরিয়া হয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে বার্ধক্যভাতার আবেদন করেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বেনিয়া গ্রামের বছর ৭৭-এর বৃদ্ধ তারাপদ মাঝি। বর্তমানে শারীরিক অসুস্থতা নিয়ে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। এর মধ্যেই বার্ধক্যভাতার খোঁজখবরের জন্য নবান্ন থেকে লোক হাজির ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে।

আরও পড়ুন-আনন্দধারা প্রকল্পে সঙ্ঘের মেয়েদের নিয়ে বৈঠকে মন্ত্রী

নবান্ন থেকে হঠাৎ করেই হাসপাতালে লোক এসেছে শুনে শোরগোল পড়ে যায়। তারাপদ মাঝির সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলার পর কিছুটা হলেও বার্ধক্যভাতা পাওয়ার আশার আলো দেখছেন তারাপদ। জানালেন, গত কয়েকমাসে বিভিন্ন জায়গায় গিয়েছি। কোথাও আমার বার্ধক্যভাতাটুকু হচ্ছিল না। আমি সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে আবেদন জানাই। তারপর নবান্ন থেকে গতকাল লোকজন এসে আমার কাছে বিস্তারিত জানলেন। আর তারপরে হাসপাতালের শয্যায় শুয়েই বার্ধক্যভাতা পাওয়ার আশার আলো দেখছেন তারাপদ। আগাম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি।

Latest article