বিদ্যাসাগর কলোনিতে ফ্ল্যাট থেকে দগ্ধ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

খাস কলকাতায় (Kolkata) বৃদ্ধার রহস্যমৃত্যু নিয়ে ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে। বিদ্যাসাগর কলোনির একটি ফ্ল্যাট থেকে বৃদ্ধার দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে।

Must read

খাস কলকাতায় (Kolkata) বৃদ্ধার রহস্যমৃত্যু নিয়ে ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে। বিদ্যাসাগর কলোনির একটি ফ্ল্যাট থেকে বৃদ্ধার দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, ওই বৃদ্ধা ছেলের সঙ্গে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। আজ, বুধবার ফ্ল্যাট থেকে ওই বৃদ্ধার দগ্ধ দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে ঘর থেকে কালো ধোঁয়া বের হতে দেখেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। বাইরে থেকে দরজায় তালা দেওয়া ছিল। খবর পেয়ে পাটুলি থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই বৃদ্ধার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। বৃদ্ধার ছেলের খোঁজ পাওয়া যাচ্ছে না। কীভাবে ওই বৃদ্ধার মৃত্যু হল সেটা এখনও স্পষ্ট নয়। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃত বৃদ্ধার নাম মালবিকা মৈত্র। পাটুলির বিদ্যাসাগর কলোনিতে ওই বৃদ্ধা ছেলের সঙ্গে থাকতেন। ছেলে একটি ব্যাঙ্কে চাকরি করেন। বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ওই ফ্ল্যাট থেকে প্রতিবেশীরা ধোঁয়া দেখতে পান। সন্দেহ হওয়ায় সেখানে গিয়ে তাঁরা দেখেন, ঘরের ভিতরে পড়ে আছেন বৃদ্ধা। তাঁর গায়ে আগুন লেগেছে। মুখের উপর একটি বালিশ চাপা দেওয়া ছিল।

আরও পড়ুন-ভরদুপুরে বারাসাতে হিট অ্যান্ড রান, কন্টেনারের ধাক্কায় বাইকে আগুন

পুলিশ সূত্রে খবর, ২০২২ সাল থেকে বিদ্যাসাগর কলোনিতে একটি ফ্ল্যাটে বৃদ্ধা ও তার ছেলে অভিজিৎ মৈত্র ভাড়া থাকতেন। বুধবার সকালে কাজে বেরিয়ে যান অভিজিৎ মৈত্র। দুপুরে ওই ফ্ল্যাট থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলে। দমকল কর্মীরা এবং পাটুলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আগুন নিয়ন্ত্রণে আসতেই ফ্ল্যাটে ঢুকে দেখা যায়, বিছানার উপর দগ্ধ অবস্থায় পড়ে আছেন বৃদ্ধা। পায়ে ব্যান্ডেজ ছিল। পুলিশ বৃদ্ধার ছেলে অভিজিতের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন নট রিচেবল আসছে যার থেকেই খুনের সন্দেহ প্রকট হচ্ছে।

Latest article