দিনের শুরুতে প্রাতঃভ্রমণ, মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

চলতে গিয়ে গান্ধীমূর্তি দেখে দাঁড়িয়ে পড়েন বাংলার মুখ্যমন্ত্রী। কলকাতার ময়দানের গান্ধীমূর্তি লড়াকু মমতার অনেক লড়াইয়ের সাক্ষী।

Must read

বুধবার, বিজনেস মিটের পরবর্তী পদক্ষেপ হিসেবে আছে ইউকে-র সরকারি স্তরে B2G, B2B বৈঠক। সেই বৈঠক শুরু করে দিয়েই লন্ডনের রাস্তায় হাঁটতে বেরিয়ে পড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। চলতে চলতে রাস্তায় মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে নাম না করে কেন্দ্রের শাসকদলকে খোঁচা মুখ্যমন্ত্রীর। বললেন, বাপুজি, সংবিধানকে বাঁচিয়ে রেখো।

আরও পড়ুন-বিদ্যাসাগর কলোনিতে ফ্ল্যাট থেকে দগ্ধ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

হাঁটার অভ্যাস বাংলার মুখ্যমন্ত্রী চিরকালীন। পাহাড় হোক বা সমতল, স্বদেশ বা বিদেশ- কোথাও তার ব্যতিক্রম হয় না। লন্ডনে গিয়েও হাঁটছেন মমতা। জগিং করতেও দেখা যায় তাঁকে। বুধবার, B2G, B2B বৈঠক শুরু করে দিয়েই লন্ডনের রাস্তায় হাঁটতে বেরিয়ে পড়েন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন তাঁর সঙ্গে ছিলেন সৌরভ-পত্নী নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার, অক্সফোর্ডে মুখ্যমন্ত্রী বক্তৃতা শুনতে হাজির থাকার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তার আগে এই দিন মুখ্যমন্ত্রী সঙ্গে দেখা করতে আসেন ডোনা। তাঁকে নিয়েই বেরিয়ে পড়েন মমতা। বিভিন্ন বিষয়ে তাঁর সঙ্গে কথা বলেন ডোনা।

চলতে গিয়ে গান্ধীমূর্তি দেখে দাঁড়িয়ে পড়েন বাংলার মুখ্যমন্ত্রী। কলকাতার ময়দানের গান্ধীমূর্তি লড়াকু মমতার অনেক লড়াইয়ের সাক্ষী। এদিন লন্ডনে গান্ধীমূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলার মুখ্যমন্ত্রী। সঙ্গে খোঁচা দিয়ে বলেন, বাপুজি, সংবিধানকে বাঁচিয়ে রেখো।

আরও পড়ুন-মগরাহাটে কুইন্টাল কুইন্টাল মাদকের প্যাকেট উদ্ধার, সাফল্য পুলিশি অভিযানে

কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে বারবারই সংবিধান বিরোধী কাজের অভিযোগ তোলেন তৃণমূল সভানেত্রী। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিয়ে বিজেপি সরকারের একনায়কতন্ত্র চালুর ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়াজ তোলেন মমতা। লন্ডনে গিয়ে কারও নাম না করে সেই বিতর্কই উস্কে দিলেন তিনি।

Latest article