কুণাল ঘোষ, লন্ডন (মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী): কাল বৃহস্পতিবার লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সেখানে বক্তৃতা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বক্তৃতাকে কেন্দ্র করে প্রবল আগ্রহ তৈরি হয়েছে এখানকার পড়ুয়াদের মধ্যে। অক্সফোর্ডের কেলগ কলেজের হলে সশরীরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শোনার জন্য নির্দিষ্ট আসন বুক হয়ে গিয়েছে। ভিড় বাড়ছে ওয়েটিং লিস্টের। এমনিতে মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ। তবে আসন সংরক্ষণ শুরু হয়েছিল অনেক আগে থেকেই। যা সব শেষ হয়ে গিয়েছে। লন্ডনের সময় অনুযায়ী বিকেল পাঁচটায় (ভারতীয় সময় প্রায় রাত সাড়ে ১০টা) শুরু হবে আলোচনা পর্ব। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও থাকবেন কেলগ কলেজের সভাপতি, অধ্যাপক জোনাথন মিচি এবং কলেজেরই ফেলো এবং বিশিষ্ট শিল্পোদ্যোগী লর্ড করণ বিলিমরিয়া। এ ছাড়াও থাকবেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন-বিজেপির বিহারে রেলস্টেশনে গুলি, মৃত ৩
বাংলায় নারীর ক্ষমতায়ন নিয়ে বলবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও তাঁর বক্তৃতায় উঠে আসবে বাংলার সামাজিক উন্নয়ন এবং শিশুদের কথাও। রাজ্যের মানুষের কল্যাণে যে ৯৪টি সামাজিক প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন বলবেন সে-কথাও। বিশেষ করে মহিলাদের সামাজিক সুরক্ষায় তাঁর যুগান্তকারী পদক্ষেপগুলি উঠে আসবে বক্তৃতায়। লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী, সবুজসাথী-সহ থাকবে সবই। স্বাভাবিক ভাবেই এই বক্তৃতাকে কেন্দ্র করে প্রবল আগ্রহ তৈরি হয়েছে বাংলা জুড়ে। স্থানীয় পড়ুয়াদের পাশাপাশি প্রচুর বঙ্গজ ছাত্র-ছাত্রীও রয়েছেন। সঙ্গে তাঁদের অভিভাবকেরাও। সব মিলিয়ে আগামী কাল অক্সফোর্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক বক্তৃতা শুনতে সশরীরে থাকার জায়গা না পেলে অনলাইনে যাতে মুখ্যমন্ত্রীর বক্তৃতা শোনা যায় তার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে মুহুর্মুহু আবেদন যাচ্ছে। এদিন সকালেই ফের লন্ডনের রাজপথ ধরে হাঁটা শুরু করেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে যোগ দেন সৌরভপত্নী ডোনা গঙ্গোপাধ্যায়। বাকিংহাম রোড ধরে হাঁটতে হাঁটতে মমতা বন্দ্যোপাধ্যায় মহাত্মা গান্ধীর বিশাল মূর্তির সামনে দাঁড়িয়ে পড়েন। তাঁকে শ্রদ্ধা জানিয়ে তাঁর পায়ে ফুল দিয়ে প্রণাম করেন। বলেন, বাপুজি সংবিধানকে বাঁচিয়ে রেখো।