শিল্প-সম্মেলনের ফলো-আপ বৈঠক শুরু

মার্টিন রাইট, যিনি ব্রিটেনের প্রথম সারির এনার্জি স্টোরেজ এবং টেকনোলজি সংস্থা গ্রাভিত্রিসিটির চেয়ারম্যান তিনিও আগ্রহী বাংলা সম্পর্কে।

Must read

প্রতিবেদন : বুধবার সকাল থেকেই লন্ডনের একাধিক শিল্প সংস্থার সঙ্গে ফলোআপ বৈঠক শুরু হয়ে গিয়েছে। সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক দফা উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে বি টু বি এবং জি টু জি বৈঠকগুলি শুরু করিয়ে দেন। রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, শিল্পসচিব বন্দনা যাদব-সহ শীর্ষ আধিকারিকরা। একেবারে এরিয়া ধরে ধরে ব্রিটেনের বিভিন্ন শিল্প সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে। বাংলায় বিনিয়োগের ক্ষেত্রে বিষয়গুলির খুঁটিনাটি জেনে নিচ্ছেন লন্ডনের প্রথম সারির শিল্প সংস্থাগুলি। বার্কলে সংস্থার সিইও স্টিফেন ফ্লাহার্টি বাংলায় তাদের বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছেন।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর বক্তৃতা শুনতে অনলাইনেও প্রবল আগ্রহ পড়ুয়াদের, কাল থাকবেন সৌরভ, ৪৮ ঘণ্টা আগেই হাউসফুল অক্সফোর্ড

মার্টিন রাইট, যিনি ব্রিটেনের প্রথম সারির এনার্জি স্টোরেজ এবং টেকনোলজি সংস্থা গ্রাভিত্রিসিটির চেয়ারম্যান তিনিও আগ্রহী বাংলা সম্পর্কে। মুখ্যসচিব-সহ শিল্পসচিব এবং বাকি আধিকারিকদের কাছ থেকে বুঝে নিচ্ছেন বাংলায় বিনিয়োগের হাল হকিকত। স্কটিশ লাইফ সায়েন্স অ্যাসোসিয়েশনের সিইও স্কট জনস্টোন বাংলায় ম্যানুফ্যাকচারিং এবং মেডিক্যাল সেক্টরে বিনিয়োগের জন্য খুঁটিনাটি জেনে নিচ্ছেন। লন্ডনের প্রখ্যাত ভিসুভিয়াস কোম্পানির শীর্ষকর্তা হেনরি নল্স তাঁদের সংস্থা বাংলায় ইউনিট খোলার জন্য মুখিয়ে রয়েছেন, তিনিও এই বাণিজ্য বৈঠকের শুরু থেকেই রয়েছেন।
সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বদলে যাওয়া বাংলায় বিনিয়োগের দরজা আরও প্রশস্ত হচ্ছে। আজ দিনভর এই ব্যবসা-বাণিজ্যের খতিয়ান দেওয়া-নেওয়া চলবে।

Latest article