শ্রেয়স সব ফরম্যাটেই খেলার যোগ্য : সৌরভ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি ছিলেন ভারতীয় দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। এবার টি-২০ ফরম্যাটেও সেই ফর্ম বজায় রাখলেন শ্রেয়স আইয়ার।

Must read

আমেদাবাদ, ২৬ মার্চ : চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি ছিলেন ভারতীয় দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। এবার টি-২০ ফরম্যাটেও সেই ফর্ম বজায় রাখলেন শ্রেয়স আইয়ার। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে পাঞ্জাব কিংস অধিনায়কের ৪২ বলে অপরাজিত ৯৭ রানের ইনিংস দেখে মুগ্ধ সৌরভ গঙ্গোপাধ্যায়ও। কোনও রাখঢাক না করেই প্রাক্তন ভারত অধিনায়ক জানাচ্ছেন, টিম ইন্ডিয়ার হয়ে ক্রিকেটের তিন ফরম্যাটে খেলার জন্য শ্রেয়স পুরোপুরি তৈরি।

আরও পড়ুন-শহিদ-স্মরণে হাসপাতালের জমিতে মন্দির! গদ্দারকে নিশানা তৃণমূলের

নিজের এক্স হ্যান্ডেলে শ্রেয়সে উচ্ছ্বসিত প্রশংসা করে সৌরভ লিখেছেন, ‘‘গত এক বছরে শ্রেয়স আইয়ার সবথেকে বেশি উন্নতি করেছে। ও এখন সব ফরম্যাটে খেলার জন্য তৈরি। লেংথ নিয়ে কিছু সমস্যা থাকলেও, সেটা কাটিয়ে উঠে যে ভাবে উন্নতি করেছে। সেটা দেখে খুব ভাল লাগছে।’’ ভারতীয় ব্যাটারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন কেন উইলিয়ামসনও। ধারাভাষ্য দিতে গিয়ে তিনি বলেছেন, ‘‘শ্রেয়স যে ভাবে উন্নতি করেছে তার তারিফ করতেই হবে। একটা সময় ছিল, যখন বিপক্ষ বোলাররা ওর বিরুদ্ধে হাতিয়ার হিসাবে শর্টপিচ ডেলিভারি ব্যবহার করত। কিন্তু সেই দুর্বলতা ও কাটিয়ে উঠেছে। ব্যাট করার সময় যে ভাবে নিজের ওজন সামনের পায়ে বদল করছে, তাতে বোলারদের কাজটা কঠিন হয়ে যাচ্ছে। ও এখন উইকেটের সবদিকে শট খেলতে পারছে।’’

আরও পড়ুন-অক্টোবরে ভারতে আসছেন মেসি

এদিকে, মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেও হতাশ নন শ্রেয়স। গুজরাটের বিরুদ্ধে জেতার পর তিনি বলেছেন, ‘‘জয় দিয়ে শুরু করতে পেরে দারুণ খুশি। প্রথম ম্যাচেই ৯৭ রান তো কেকের উপর চেরির মতো। এর থেকে ভাল অনুভূতি আর হয় না। নতুন দলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এই ইনিংসটা খুব জরুরি ছিল। প্রথম বলেই চার মারায় আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল।’’
অন্যদিকে, যাঁর জন্য শেষ দিকে স্ট্রাইক পাননি শ্রেয়স। সেই শশাঙ্ক সিং আবার বলছেন, ‘‘আমি প্রথমে স্কোরবোর্ডের দিকে তাকাইনি। কিন্তু শেষ ওভারে দেখি শ্রেয়সের রান ৯৭। আমি ওকে গিয়ে বলেছিলাম, একটা সিঙ্গলস নিয়ে ওকে ব্যাট করতে দিচ্ছি। কিন্তু শ্রেয়স আমাকে বলে, ওর সেঞ্চুরি নিয়ে ভাবতে হবে না। দলের স্বার্থ আগে। আমি যেন চালিয়ে খেলি। শ্রেয়সের এই মানসিকতা দেখে আমি মুগ্ধ।’’ শশাঙ্ক অবশ্য অধিনায়কের বিশ্বাসের মর্যাদা রেখেছেন ১৬ বলে অপরাজিত ৪৪ রান করে।

Latest article