মার্চের শেষে টানা ছুটি, বিজ্ঞপ্তি জারি

এর মধ্যে মাসের শেষে টানা ছুটিতে খানিকটা হলেও স্বস্তিতে রাজ্য সরকারের কর্মীরা। ২৯ এবং ৩০ মার্চ যথাক্রমে শনি ও রবিবার ছুটির দিন।

Must read

প্রতিবেদন : ক্রমেই বাড়ছে গরম। এর মধ্যে মাসের শেষে টানা ছুটিতে খানিকটা হলেও স্বস্তিতে রাজ্য সরকারের কর্মীরা। ২৯ এবং ৩০ মার্চ যথাক্রমে শনি ও রবিবার ছুটির দিন। তারপর ৩১ মার্চ এবং ১ এপ্রিল ইদ উল ফিতরের ছুটি থাকছে। তাই একটানা মিলবে ছ-দিনের ছুটি। অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আর্থিক লেনদেন সংক্রান্ত সমস্ত কাজ ২৯ মার্চ করতে হবে।

আরও পড়ুন-বেঙ্গল সাফারি থেকে আয় বেড়ে হল ৯ কোটি বীরবাহা

বিগত কয়েক বছর ধরে অনলাইনে সমস্ত আর্থিক লেনদেনের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। তাই কোনও সরকারি আধিকারিক বা কর্মচারী ওইদিন ছুটি নিতে পারবেন না। জানানো হয়েছে, অনলাইনে ৩১ মার্চ রাত বারোটা পর্যন্ত এই আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় কাজ করা যাবে। আর অফলাইনের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে শুক্রবার বিকেল চারটের মধ্যে যাবতীয় আর্থিক লেনদেনের কাজ করে নিতে হবে।

Latest article