নারী শিক্ষা থেকে ক্ষমতায়ন: অক্সফোর্ডের মঞ্চে পরিবর্তিত বাংলার ছবি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

Must read

কুণাল ঘোষ, লন্ডন (মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী): শিক্ষাই আনে প্রগতি। নারীর শিক্ষা সমাজে কতটা গুরুত্বপূর্ণ তা বুঝেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata banerjee)। শিক্ষা থেকে নারীর কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা নিয়ে যেভাবে ভেবেছেন তিনি, তা ভাবতে বাধ্য করেছে বিশ্ববরেণ্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কেও। কোন পথে বাংলায় নারীর এই অসামান্য অগ্রগতি, সেই তথ্য কলেজ কলেজের বক্তৃতায় পেশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী। কখনও মোহিত হয়ে, কখনও উচ্ছ্বসিত প্রশংসার সঙ্গে সেই কথাই শুনল অক্সফোর্ডের শ্রোতারা।

বাংলার নারীর বর্তমান চিত্র তুলে ধরতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata banerjee) প্রথমেই তুলে ধরেন কন্যাশ্রীর কথা। যেভাবে স্কুল থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে বাংলার মেয়েরা শিক্ষার সুযোগ পাচ্ছে, সেই ছবি তুলে ধরেন তিনি। বাংলার কোনও বাবা-মা যেন না বলতে পারেন মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিতে হচ্ছে, শিক্ষাদানে আর্থিক সংস্থান না থাকায়, এটাই লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। অক্সফোর্ডে দাঁড়িয়ে এদিন স্পষ্ট করে দেন তিনি।

শিক্ষায় এই ধারা বাংলাকে কোথায় এগিয়ে নিয়ে গিয়েছে, তা বলতে গিয়ে মমতা তথ্য পেশ করেন, বর্তমানে স্কুলে ড্রপ আউটের পরিমাণ ২ শতাংশের মতো। যা আগে ছিল ৩০ থেকে ৪০ শতাংশ। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ হলে তাঁদের জন্য রয়েছে স্মার্ট কার্ড। যাতে পড়ুয়াদের বাইরে গিয়ে পড়ার সুযোগ হাতছাড়া করতে না হয়। বাংলার কন্যাশ্রী তাই ইউনাইটেড নেশন্সের খেতাবের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী, যা আজ ভারত ও অন্যান্য জায়গায় মডেল হয়ে গিয়েছে।

আরও পড়ুন-সভা বানচালের ছক উড়িয়ে ছক্কা হাঁকালেন মমতা বন্দ্যোপাধ্যায়, চ্যালেঞ্জ ছুড়ে বললেন, “আবার আসব”

শুধুমাত্র শিক্ষার্থী নয়, নারীর ক্ষমতায়নে স্বাস্থ্যক্ষেত্রে যেভাবে কাজ করেছে তৃণমূল সরকার, সেই তথ্যও তুলে ধরেন তিনি। বর্তমানে বাংলায় প্রাতিষ্ঠানিক প্রসব ৯৯.৫ শতাংশ, যা আগে ছিল ৬০ শতাংশ। আগামী দিনে এই সংখ্যা ১০০ শতাংশ করার প্রতিশ্রুতি অক্সফোর্ডের মঞ্চে দাঁড়িয়ে দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে উল্লেখ করেন প্রত্যন্ত এলাকার প্রসূতিদের জন্য হাসপাতালের কাছে রাজ্যের উদ্যোগে থাকার জায়গা তৈরি করে দেওয়ার কথা।

নারীর ক্ষমতায়নে লক্ষ্মীর ভাণ্ডার যে ভূমিকা রেখেছে, তা যে গোটা দেশে অনুসরণ করা শুরু হয়েছে, তার উল্লেখ কেলগ কলেজের বক্তৃতায় উল্লেখ করেন তিনি। সেই প্রসঙ্গেই তিনি তুলে ধরেন, ভারতে ডিমনিটাইজেশনের পরে মেয়েদের হতাশ মুখের কথা, তাঁদের কান্নার কথা। কারণ তাঁরা স্বামীর থেকে পাওয়া অর্থ যেভাবে সঞ্চয় করতেন ও পরিবারের জন্য খরচ করতেন, তা বন্ধ করে দেয় ডিমনিটাইজেশন। সেখান থেকেই তাঁদের জন্য পকেট মানি দেওয়ার কথা ভাবতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে লক্ষ্মীর ভাণ্ডারের চিন্তা আসে।

বর্তমানে সেই লক্ষ্মীর ভাণ্ডার যেভাবে বাংলার মহিলাদের আর্থিক সহায়তা হয়ে দাঁড়িয়েছে তা তাঁদের আমৃত্যু পাশে থাকে, স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। যেভাবে কোনও ভেদাভেদ ছাড়া প্রতিটি বাংলার মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পান, তা যে দৃষ্টান্ত কেলগ কলেজের বক্তৃতায় আবারও সোচ্চারে পেশ করেন বাংলার মুখ্যমন্ত্রী।

Latest article