প্রতিবেদন : অক্সফোর্ডের মূল অনুষ্ঠানে বক্তব্য রাখার আগে সেখানকার অধ্যাপক, বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং পড়ুয়াদের সঙ্গে আলাদা করে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata banerjee)। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। এই বৈঠকে বাংলার প্রশাসনিক ব্যবস্থা, সামাজিক উন্নয়ন এবং একাধিক সংস্কারমূলক পদক্ষেপ নিয়ে বিশদে আলোচনা হয়। লন্ডনের ছাত্রছাত্রীরা, শিক্ষক-অধ্যাপকরা বাংলা সম্পর্কে খুঁটিয়ে জানতে চান মুখ্যমন্ত্রীর কাছে। ২০১১ সালের পর থেকে গত ১৩ বছরে বাংলায় বিভিন্ন ক্ষেত্রে যেসব সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন, তা ব্যাখ্যা করেন। এই আলোচনায় নিজের মতো করে বাংলার কথা বলেন সৌরভও। কয়েকটি বিষয়ে পাশে থাকা মুখ্যসচিবকেও বলতে বলেন মুখ্যমন্ত্রী (CM Mamata banerjee)।